বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ তিনটি ম্যাচে জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে জামশেদপুর এফসি। ১৪ ম্যাচে তাদের ঝুলিতে এখন ২৭ পয়েন্ট। মোহন বাগানের সঙ্গে ব্যবধান আট পয়েন্টের। তবে সবুজ-মেরুন ব্রিগেড একটি ম্যাচ বেশি খেলে রয়েছে। শুক্রবার ঘরের মাঠে পালতোলা নৌকার গতি থামিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে খালিদ জামিল ব্রিগেডের সামনে। তাই অ্যাওয়ে ম্যাচে লড়াইয়ে নামার আগে যথেষ্ট সিরিয়াস মোহন বাগান। ডার্বি জয়ের ৪৮ ঘণ্টার মধ্যে জামশেদপুর ম্যাচের মহড়া শুরু করে দিল মোলিনা ব্রিগেড। রবিবার গুয়াহাটি থেকে ফিরে হোটেলেই ডার্বির ভিডিও ফুটেজ দেখিয়ে আলোচনা সারেন স্প্যানিশ কোচ। সোমবার সকালে আবার জামশেদপুর-মুম্বই ম্যাচের ফুটেজ নিয়ে বৈঠক হল দীর্ঘক্ষণ। এরপর যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বল পায়ে গা ঘামালেন জেমি ম্যাকলারেনরা। 
বড় ম্যাচে চোট পেয়েছিলেন আপুইয়া। তাই সোমবার অনুশীলনে এলেও মিজো মিডিওকে বিশ্রাম দেওয়া হয়। তবে দলীয় সূত্রের খবর, চোট গুরুতর নয়। মঙ্গলবার বল পায়ে প্রস্তুতিতে নামবেন তিনি। অনিরুদ্ধ থাপা এখন বিশ্রামে। জামশেদপুর ম্যাচে তো বটেই, পরের চেন্নাইয়ানের বিরুদ্ধেও অনিশ্চিত তিনি। বাকিরা এদিন অনুশীলন সারলেন। উইং প্লে’র মহড়ায় মনবীর, লিস্টন, ম্যাকলারেন ও কামিংসকে ডেকে নেন মোলিনা। তবে এদিন রক্ষণের ফুটবলারদের উপরেই বেশি নজর দেন স্প্যানিশ কোচ। আসলে গোলের ছন্দে থাকা জর্ডন মারে, জাভি হার্নান্ডেজদের ফর্ম চিন্তায় রেখেছে হোসে মোলিনাকে।
এদিকে, ১৫ জানুয়ারির ক্রিকেট ডে’র সূচনা নিয়ে সাজসাজ রব মোহন বাগান তাঁবুতে। শেষ মুহূর্তে প্রস্তুতি চরমে। জানা গিয়েছে বিকেল তিনটেয় ক্রিকেটের নতুন পরিকাঠামোর উদ্বোধন করবেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি। এরপর প্রয়াত চুনী গোস্বামীকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তাঁর স্ত্রী বাসন্তী দেবী। এছাড়া প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের সংবর্ধনা দেবেন সবুজ-মেরুন কর্তারা।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা