বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

অপরিহার্য অনির্বাণ

আগরওয়াল বনাম একেন নয়, বরং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর আগরওয়াল ও জয়দীপ মুখোপাধ্যায়ের ‘পুরো পুরী একেন’-এর একেন্দ্র সেনকে পাশাপাশি রেখেই ২০২৫-এর সিনেমা সফর শুরু করতে চান অনির্বাণ চক্রবর্তী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অনির্বাণের ‘অপরিচিত’। এছাড়াও আরও সাতটি ছবি মুক্তি প্রতীক্ষায়। শ্যুটিং চলছে গোটা পাঁচেক ছবির। ফলে অনির্বাণ এখন অপরিহার্যদের অন্যতম। তবুও অভিনেতার বিনয়ী জবাব, ‘না না, ওসব অপরিহার্য বলে কিছু নেই। গত দেড় বছর ধরে এই ছবিগুলোর শ্যুটিং হয়েছে। আসলে খুব কাছাকাছি সময়ে রিলিজ হচ্ছে বলে এরকম মনে হচ্ছে।’ 
সত্যি বলে সত্যি কি কিছু নেই? অনির্বাণের ব্যাখ্যা, ‘সত্যি বলে সত্যি কিছু নেই এই কথাটার মানে আসলে সব কিছুই আপেক্ষিক। ভালো খারাপ, সত্যি মিথ্যে সবই আপেক্ষিক।’ হিন্দি নাটক ‘রুকা হুয়া ফ্যায়সলা’ অবলম্বনে তৈরি ছবিটিতে বারো ধরনের, বারো রকমের পেশার মানুষ আদালতে একটি বিচারাধীন বিষয়ে সাক্ষ্য দিতে আসে। তারকাখচিত ছবিটিতে অনির্বাণের ভূমিকা একজন অবাঙালি ব্যাবসায়ীর। নাম আগরওয়াল। নিবাস কলকাতা। নিজের অভিনীত চরিত্র নিয়ে আগাম কিছু বলতে না চাইলেও অনির্বাণের বিশ্লেষণ, ‘এখানে প্রতিটি চরিত্রই সাদা এবং কালো। দোষে, গুণে মেশানো মানুষ সব।’ 
অন্যদিকে, একেনের ভূমিকায় অভিনয় করার অনুভূতি অনির্বাণের কাছে অনেকটা ‘অনেকদিন বাইরে থেকে দু’দিন ঘরে ফেরার মতো।’ তবুও অন্যান্য চরিত্রের সঙ্গে একেনকে কখনও আলাদা করতে চান না তিনি। তাঁর যুক্তি, ‘একেন একটা পরিচিত চরিত্র। দর্শকরা অনেকবার দেখেছেন এবং অনেকেই পছন্দ করেন। সেক্ষেত্রে একেনের একটা সুবিধে আছে। আর আগরওয়াল চরিত্রটা নিশ্চয়ই আমি জীবনে দ্বিতীয়বার করব না। এটা একটা নতুন অ্যাপ্রোচ।’ 
প্রযোজকদের ব্যাবসায়িক কৌশল ও বাজার নিয়ে সংশয়ের কারণেই ইদানীং কম সংখ্যক ছবি মুক্তি পাচ্ছে বলে মনে করেন অনির্বাণ। তাঁর কথায়, ‘আমারই সাতটা ছবি তৈরি হয়ে গিয়েছে। বাজার সম্পর্কে নিশ্চিত না হলে প্রযোজক ছবি রিলিজ কেন করবেন?’ আশাবাদী অভিনেতার মত, বিষয় বৈচিত্র্য ও পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগত জানিয়েও ‘খাদান’-এর মতো আপাদমস্তক বাণিজ্যিক ফর্মুলায় তৈরি ছবির দরকার আছে। তাঁর দাবি, ‘দর্শকরাই প্রমাণ করে দিলেন তাঁরা খাদান- এর মতো ছবি চান। এই ভালো লাগাটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি ছিল।’ 
প্রিয়ব্রত দত্ত
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা