বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ছেলের দুর্ঘটনার কথা জানায়নি কর্তৃপক্ষ, রক্তাক্ত হাত নিয়েই ক্লাসে
আহত ছাত্রের মা

ছেলের এত বড় দুর্ঘটনা ঘটল। মারাত্মক আহত হল। মা হিসেবে আমার কি জানার অধিকারও নেই? স্কুলের দায়বদ্ধতা কোথায়?’ সকাল সাতটার সময় ছেলের মাথায় কাচ ভেঙে পড়ল। আমাকে স্কুল কিছু জানালই না! সম্পূর্ণ গোপন করে রাখল! ভাগ্যিস ওর এক সহপাঠীর মা আমাকে ফোন করলেন। তখন বিষয়টি জানতে পারলাম। না হলে তো জানতেই পারতাম না এতবড় ঘটনা ঘটে গিয়েছে। 
আমি থাকি নাকতলায়। ছেলেকে সকালে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই ফোন এল। আমি তখন আনোয়ার শাহ ক্রসিংয়ে। শুনেই হাত-পা ঠান্ডা হয়ে যায়। তাড়াতাড়ি বাস থেকে নেমে স্কুলে ফিরি। কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলি। আশ্চর্য হয়ে গেলাম, ওঁরা বললেন, আপনার ছেলে ঠিক আছে! অল্পবিস্তর চোট লেগেছে! আমি বিশ্বাস করিনি। ওঁদের বলি, ছেলেকে আমার কাছে নিয়ে আসুন না হলে টালিগঞ্জ থানায় যাব। থানার কথা শুনে তখন ছেলেকে আনে। ওকে দেখে আমি ভয় পেয়ে যাই। হাতে গভীর ক্ষত। ব্যান্ডেজ পর্যন্ত করে দেয়নি। একটু তুলো দিয়ে শুধু বেটাডিন লাগিয়ে ফেলে রেখে দিয়েছে। ছেলে যন্ত্রণায় ছটফট করছিল। সেই অবস্থাতেই ওকে ক্লাস রুমে পাঠিয়ে দেওয়া হয়। কাচ বা লোহায় কাটলে টিটেনাস নিতে হয়। ছেলে জানায়, টিটেনাস ইঞ্জেকশনের ব্যবস্থা পর্যন্ত করেনি স্কুল। আমি ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে যাই। হাতের কাটা অংশে কাচের টুকরো আছে কি না চিকিৎসককে দিয়ে পরীক্ষা করাই। তারপর নিশ্চিন্ত হই। ডাক্তাররা বলেছেন, ছেলে মারাত্মকভাবে ট্রমায় রয়েছে। এবার আসি অ্যাম্বুলেন্সের প্রসঙ্গে। প্রতিবছর মোটা টাকা অ্যাম্বুলেন্সের জন্য নেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই গুরুতর পরিস্থিতিতেও স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স আনেনি। সম্পূর্ণ দায় এড়িয়ে গিয়েছে। কোনও একটি গাড়ির ব্যবস্থা করে আহত বাচ্চাগুলিকে হাসপাতালে পর্যন্ত পাঠায়নি। আজই আমি এ সব বিষয়গুলি নিয়ে অভিযোগ জানাব।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা