বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাইপাসের পাশে ফাঁকা জমিতে পড়ছে আবর্জনা, মেলা হচ্ছে কাপড়-জামাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাসের উপর পূর্বাশা থেকে বেঙ্গল কেমিক্যালস পর্যন্ত রাস্তার ধারে বেশ চওড়া এবং ফাঁকা একটি জমি রয়েছে। অনুচ্চ রেলিং ঘেরা সেই জমি কার্যত মাঠ হিসেবেই ব্যবহৃত হয়। পাশাপাশি স্থানীয় বস্তিবাসীরা সেই ফাঁকা জমিতে জঞ্জালও ফেলেন। কাপড়-জামা শুকাতে দেন। বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তার ধারে এমন অপরিচ্ছন্ন জায়গা দৃষ্টিকটু। তাই গোটা মাঠটি পরিষ্কার করে উঁচু রেলিং দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা হয়েছে। আপাতত মাঠের একটা অংশে কাজ শুরু হয়েছে। ঘেরাও করার পর সেখানে সবুজায়ন হবে। ভবিষ্যতে তৈরি হবে ওয়াক ওয়ে, বসার জায়গা। সৌন্দর্যায়নও হবে। 
বাইপাসের মূল রাস্তা এবং বাইলেনের মধ্যবর্তী স্থানে পূর্বাশা থেকে বেঙ্গল কেমিক্যালস পর্যন্ত টানা ফাঁকা মাঠটি পড়ে রয়েছে। সামনেই রয়েছে একটি অভিজাত আবাসন। পাশে বস্তি এলাকা। ফাঁকা জমির সুযোগ নিয়ে সেখানে জঞ্জাল ফেলা হয়। পাশাপাশি, মাঠজুড়ে কাপড়-জামা শুকোতে দেন স্থানীয় বাসিন্দারা। মাঝেমধ্যে সেখানে আগুন জ্বালিয়ে পাতাও পোড়ানো হয় বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে মাঠের একটি অংশ আপাতত উঁচু রেলিং দিয়ে ঘেরাও করার কাজ শুরু হয়েছে। মাঠের চারিদিকে এক ফুট উঁচু দেওয়াল তুলে তার উপর চার ফুট উচ্চতার লোহার রেলিং দেওয়া হবে। সেই কাজে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা মিলেছে। 
স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডু বলেন, জায়গাটি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই সেখানে একটা জায়গায় পুর-ভোটের সময়কার ‘১০ দিগন্ত’-এর প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য আধুনিক টয়লেট তৈরি করা হচ্ছে। বাকি জায়গাটা রেলিং দিয়ে ঘিরে লাগানো হবে গাছ, গাছালি। বাইপাসের ধারে এভাবে একটা ফাঁকা জমিতে নোংরা আবর্জনা পড়ে থাকে, সেটা দৃষ্টিকটু। তাই গোটা জায়গাটি সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর সংযোজন, ঘেরাওয়ের পর ধীরে ধীরে সবুজায়নের পাশাপাশি ওয়াক ওয়ে, বয়স্কদের জন্য বসার জায়গা তৈরি হবে। গোটা মাঠকে একটা সুন্দর পার্কে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
22h 22m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা