বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

চুরি রুখতে ক্যাশ বাক্সে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেল নাবালকের

সংবাদদাতা, কাকদ্বীপ: দোকানের ক্যাশ বাক্স সুরক্ষিত রাখতে সেটির সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন মালিক। তার জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক নাবালকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার দুর্বাচটি এলাকায়। মৃত নাবালকের নাম শুকদেব মান্না দাস। সে তৃতীয় শ্রেণির ছাত্র। পুলিস দোকানের মালিককে গ্রেপ্তার করেছে। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি স্টুডিও রয়েছে সমীর পাড়ালির। স্টুডিওর ভিতরে জেরক্স মেশিনও রয়েছে। চুরির হাত থেকে বাঁচতে সমীর রাতে দোকান বন্ধের পর ক্যাশ বাক্সে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করে রেখেছিল। রবিবার রাতে শুকদেব দোকানের একটি ফাঁকা অংশ দিয়ে ভিতরে ঢুকেছিল। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সোমবার ময়নাতদন্তের জন্য শুকদেবের দেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যমুনা বারিক জানা বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। দোকানের ভিতরে এভাবে বিদ্যুৎ সংযোগ করে রাখা উচিত হয়নি। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’ শুকদেবের মা প্রতিমা বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। মেয়ের ডাকে দোকানের কাছে গিয়ে গোঙানি শুনতে পাই। তালা খুলে দেখা যায়, চেয়ারের উপরে তার জড়ানো অবস্থায় ছেলে পড়ে আছে। দোষীর শাস্তি চাই।’
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা