বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পেট্রল পাম্পে স্ক্যাম! রুখতে বিজ্ঞানই অস্ত্র অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রবীণ, অভিজ্ঞ কোনও ব্যক্তি নন, নবম শ্রেণির এক ছাত্র বানিয়ে ফেলল একটি মুশকিল আসান যন্ত্র। সেটির নাম, ‘ফুয়েল স্ক্যাম প্রোটেক্টর’। পেট্রল দেওয়ার সময় কোনও পাম্প যদি জালিয়াতি করে তাহলে তা প্রোটেক্টরের মাধ্যমে তৎক্ষণাৎ জানা যাবে। এই খুদে ছাত্রটি যন্ত্র বানিয়ে ইতিমধ্যেই বাহবা কুড়োতে শুরু করে দিয়েছে। বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজিক্যাল মিউজিয়ামে অনুষ্ঠিত ৪৮তম বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং মেলায় ‘ফুয়েল স্ক্যাম প্রোটেক্টর’ ছিল নজরকাড়া আকর্ষণ।
ওড়িশার বেরহামপুরের সিটি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র অভিষেক সুবুধি। সে এই প্রোটেক্টর তৈরি করেছে। তার বক্তব্য, ‘আমি একটি সার্কিট তৈরি করেছি। যে সার্কিট বাইক বা গাড়িতে লাগানো থাকবে। তেল ভরার সময় পাম্পে থাকা মেশিন থেকে দেওয়া তেলের পরিমাপ ফুটে ওঠে। আমার তৈরি যন্ত্র বাইক বা গাড়িতে ভরতে থাকা তেলের পরিমাপ আলাদা করে জানিয়ে দেবে। যন্ত্রটির সামনে রয়েছে ছোট এলইডি স্ক্রিন। গাড়ির ট্যাঙ্কে কত পরিমাণ তেল ভরল, তার পরিমাপ ফুটে উঠবে ওর পর্দায়।’
সাধারণ মানুষের বক্তব্য, রোজই বেড়ে চলেছে তেলের দাম। গাড়ি বা বাইক চালানো যেন হাতি পোষা। এর মাঝে আবার সক্রিয় জালিয়াতরা। অনলাইন লেনদেন কিংবা ই-ব্যাঙ্কিং, চারদিকেই তাদের আক্রমণ। এছাড়া পেট্রল পাম্পেও হচ্ছে জালিয়াতি। কেউ এক লিটার তেল কিনলে পাম্পে থাকা পর্দায় এক লিটারই দেখাচ্ছে। কিন্তু বাস্তবে গাড়ির ট্যাঙ্কে হয়ত ৯৫০ মিলিলিটার তেল জমা হচ্ছে। পাম্পের যন্ত্রতে কলকাঠি নেড়ে ভুল পরিমাপ দেখানো চলছে। অভিষেক বইয়ে পড়া বিজ্ঞানকে হাতেকলমে ব্যবহার করে আবিষ্কার করেছে নয়া প্রযুক্তি। তার যন্ত্র রুখবে পেট্রোল চুরি।
অভিষেক বলে, ‘আমাদের ওখানে প্রায়শই শুনি, তেল তাড়াতা঩ড়ি শেষ হয়ে যাচ্ছে। গাড়ি হিসেব মতো মাইলেজ দিচ্ছে না। আমি তারপর যন্ত্রটি বানানোর প্ল্যান করি। বানিয়েও ফেলি ‘ফুয়েল স্ক্যাম প্রোটেক্টর। এই যন্ত্র সকলের ব্যবহার করা উচিত। তাহলে পরিশ্রম করা টাকা জলে যাবে না।’ ‘যন্ত্র কিনতে খরচ কেমন পড়বে? জালিয়াতদের হাত থেকে টাকা বাঁচাতে গিয়ে যন্ত্রের পিছনে বেশি ব্যয় হবে না তো?’ এ প্রশ্নের উত্তরে অভিষেকের বক্তব্য ‘আমার এই যন্ত্রের দাম খুবই কম। যে টাকা নিয়মিত খোয়াতে হচ্ছে, তার তুলনায় আমার তৈরি মেশিনের দাম কিছুই নয়।’
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা