বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা

জন্মদিনে কহো না... ২৫

অভিনয় জীবনের ২৫ বছর পার করে ফেললেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। আজ শুক্রবার হৃতিকের জন্মদিন। আর আজই বড় পর্দায় ফের মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’। ফিল্মি কেরিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে হৃতিকের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় বসেছিল জমাটি আড্ডা। সেখানে নানা কথা শেয়ার করলেন নায়ক।

অপছন্দের শব্দ
অভিনয়ের ২৫ বছর পেরিয়ে এসে কী অনুভূতি হচ্ছে? হৃতিক বলেন, ‘২৫ বছর হয়ে গেল না? আসলে ‘মাইলস্টোন’ শব্দটা আমি পছন্দ করি না। ফলে ২৫ বছর পার করে ফেললাম, এটা বলতে চাই না।’

প্রশ্নের মুখোমুখি
এই ২৫ বছরে বহু সাক্ষাৎকার দিয়েছেন হৃতিক। নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অতীতের কথা মনে পড়তেই হেসে উঠে নায়ক বললেন, ‘আমার ব্যক্তিত্বকে সুন্দর করে তুলতে এবং অভিনেতা হিসেবে আমাকে আরও দায়িত্বশীল হতে সংবাদমাধ্যম আমাকে অনেক সাহায্য করেছে। ২৫ বছরে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এরমধ্যে কিছু প্রশ্ন আমাকে ভাবিয়েছে। কিছু প্রশ্নের উত্তর অত সহজে দিতে পারিনি। এভাবেই আমার বেড়ে ওঠা।’

লাজুক
নাচে, অভিনয়ে, অ্যাকশনে, রোমান্সে হৃতিক সকলকে আবিষ্ট করে রাখেন। কিন্তু পর্দার বাইরে তিনি কেমন? লাজুক হেসে সুপারস্টার বলেন, ‘২৫ বছর পার হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। আজও আমি আগের মতোই লাজুক।’

কঠোর পরিশ্রম
২৫ বছর ধরে নিজের স্টারডম ধরে রেখেছেন হৃতিক। সেটা কীভাবে সম্ভব হল? হৃতিকের উত্তর, ‘আসলে আমি ভবিষ্যতের কথা ভাবি না। আগামী পাঁচ, দশ বছরে কী হবে তা নিয়ে কোনও চিন্তা নেই। এখন কী হচ্ছে, আমি শুধু সেটাই দেখি। আর কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই।’ 

গ্রিক গড
বলিউডের সুদর্শন নায়কদের তালিকায় প্রথম সারিতে থাকে হৃতিকের নাম। তাঁকে বলা হয় ‘গ্রিক গড’। হৃতিক অবশ্য একটু অন্যভাবে ভাবেন। স্পষ্ট বললেন, ‘একজন অভিনেতা তাঁর অভিব্যক্তি, অভিনয়শৈলী দিয়ে দর্শককে আকৃষ্ট করতে পারেন। দর্শককে আকৃষ্ট করার জন্য দেখতে সুন্দর হওয়ার প্রয়োজন নেই। আমি ‘কোই মিল গ্যায়াও করেছি। আবার ‘ওয়ার’ও করেছি। দুটো ছবিতে আমার আলাদা লুক। আর দুটো ছবিই দর্শক পছন্দ করেছেন।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা