বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ভয়ডরহীন ফুটবল খেলুক ইস্ট বেঙ্গল

ফিলিপ ডি’রাইডার: সেই রাত ভোলার নয়। আত্মজীবনী লিখলে  গুয়াহাটির ডার্বি জয় নিয়ে আলাদা পরিচ্ছদ থাকবে। আমার কোচিংয়ে ইয়াকুবুদের অন্যতম সেরা ম্যাচ। পরিস্থিতির বিচারে ইস্ট বেঙ্গলের শাপমোচন। ফ্ল্যাশব্যাক ২০০৯-২০১০ মরশুম। ফেডারেশন কাপ সেমি-ফাইনালে ধুন্ধুমার লড়াই। কয়েক মাস আগেই চিরপ্রতিন্দ্বীর কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হয় ইস্ট বেঙ্গল। সবমিলিয়ে আগুনে পরিস্থিতি। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই প্রথম অ্যাসাইনমেন্ট, ফেডারেশন কাপ। ফাইনালে লাজং এফসি’কে টাই-ব্রেকারে হারিয়ে খেতাব জেতে ইস্ট বেঙ্গল। তবে সেরা প্রাপ্তি অবশ্যই মোহন বাগানকে হারানো। ম্যাচের পর সমর্থকরাই কাঁধে করে পৌঁছে দেন ড্রেসিং-রুমে। ডার্বি জয়ের সেলিব্রেশনে বর্ষশেষের উৎসব আরও জমজমাট।
ম্যাচের আগে প্রায় সবাই মোহন বাগানকে এগিয়ে রেখেছিলেন। কর্তাদের মুখ শুকনো। প্রবল চাপে ফুটবলাররা। তবু কী করে সম্ভব হল প্রত্যাবর্তন? মেহতাব, বাইচুং, ওপারাদের মনে প্রমাণের তাগিদ জমেই ছিল। দেশলাইয়ের ছোঁয়াতেই বিস্ফোরণ ঘটে। আসলে কঠিন পরিস্থিতিতে ফুটবলারদের তাগিদ সবকিছু পাল্টে দিতে পারে। এই ম্যাচ তার জ্বলন্ত উদাহরণ। উগা, মেহতাব, সঞ্জুরা সেদিন বোধহয় দুটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাঠে নেমেছিল। ম্যাচের শুরুতে অবশ্য মোহন বাগানই দাপট দেখায়। ব্যারেটোর পেনাল্টি মিসের পর দারুণভাবে ম্যাচে ফিরি আমরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়াকুবুর লক্ষ্যভেদই টার্নিং পয়েন্ট। এরপর অন্তিম লগ্নে বাইচুংয়ের পাস ধরে ব্যবধান বাড়ায় মেহতাব। সেদিন বাইচুংকে ইচ্ছা করেই প্রথম দলে রাখিনি। ফল অন্যরকম হলে সিদ্ধান্ত ব্যুমেরাং হতে পারতো। বাইচুং অবশ্য রাগ পুষে রাখেনি। মাত্র ১৫ মিনিটের জন্য মাঠে নেমেও ভালো ফুটবল উপহার দেয়। ছোট্ট ছোট্ট ঘটনাই দুরন্ত  টিম স্পিরিটের উদাহরণ। আরও একটা বড় ম্যাচ। প্রায় দেড়যুগ পর ডার্বির ভেন্যু গুয়াহাটি। পরিস্থিতিও প্রায় অবিকল। হারতে হারতে কোণঠাসা ইস্ট বেঙ্গল। আমার ধারণা অস্কারের দল লড়বে। নাছোড় মানসিকতা আর চোয়ালচাপা লড়াই চাই। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েও দপ করে জ্বলে ওঠার নামই যে ইস্ট বেঙ্গল।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা