বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কিউয়ি সার্জনের দ্বারস্থ বুমরাহ

নয়াদিল্লি: ২০২৩ সালে অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডে গিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। অর্থোপেডিক সার্জন রোয়ান স্কোউটেন অপারেশন করেছিলেন তাঁর পিঠে। এবারও সেই ডাক্তারের সঙ্গেই যোগাযোগ করেছেন ভারতীয় পেসার। বোর্ডের মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন স্কোউটেন। উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের শেষদিনে পিঠে ব্যথার জন্য বল করতে পারেননি বুমবুম। এই অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ রয়েছে। কিন্তু ব্যথা না কমলে বোলিং শুরুই করতে পারবেন না বুমরাহ।
এদিকে, কিংবদন্তি সুনীল গাভাসকর টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে ডানহাতি পেসারকেই দেখতে চাইছেন। ডনের দেশে পারথ টেস্টে বুমরাহর নেতৃত্বেই জিতেছিল ভারত। সানির কথায়, ‘রোহিত শর্মার পরে ওকেই ক্যাপ্টেন করা উচিত। আমার মনে হয়, টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে ওর। সামনে থেকেই নেতৃত্ব দেয় দলকে। কখনও কখনও অধিনায়কত্ব সামলাতে গিয়ে চাপে পড়ে যায় সংশ্লিষ্ট ক্রিকেটার। কিন্তু বুমরাহ তেমন নরম প্রকৃতির নয়। দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে জানে। তাছাড়া ও চাপে পড়তে দেয় না সতীর্থকে। এটাও বড় ব্যাপার।’
সদ্যসমাপ্ত সিরিজে পাঁচ টেস্টে ৩২টি উইকেট নিয়েছেন বুমরাহ। তিনিই সিরিজের সেরা। নিজে পারফর্ম করার পাশাপাশি মহম্মদ সিরাজ, আকাশ দীপদের গাইড করতেও দেখা গিয়েছে তাঁকে। সেই প্রসঙ্গে সানি বলেন, ‘ও সত্যিই অনবদ্য। মিড-অফ কিংবা মিড-অনে দাঁড়িয়ে সারাক্ষণ পরামর্শ দিয়েছে কাউকে না কাউকে। তাই ও যদি খুব তাড়াতাড়ি অধিনায়ক ঘোষিত হয় তাহলে আমি অন্তত অবাক হব না।’
ক্রিকেট মহলে অবশ্য কেউ কেউ বুমরাহকে অধিনায়ক হিসেবে দেখতে চান না। তাঁদের বক্তব্য হল, ৩১ বছর বয়সি তারকা যথেষ্ট চোটপ্রবণ। এই অবস্থায় নেতৃত্ব বোঝা হয়ে উঠতে পারে। মহম্মদ কাইফ যেমন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘ওর কাঁধে বাড়তি দায়িত্ব চাপালে তা সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলার মতো ব্যাপার হবে। বরং টেস্টে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হোক লোকেশ রাহুল বা ঋষভ পন্থকে। আর বুমরাহ ফিটনেসে নজর দিক।’ ভারতের পরের টেস্ট সিরিজ জুনে। ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে হাতে কয়েক মাস সময় রয়েছে।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা