বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

মন্দিরে হামলা, বাড়িতে আগুন, বাংলাদেশে তাণ্ডব মৌলবাদীদের

ঢাকা: পরিবর্তনের বাংলাদেশে তাণ্ডব অব্যাহত মৌলবাদীদের। বুধবার সেদেশের একাধিক জেলা থেকে হিন্দু নির্যাতনের নতুন নতুন ঘটনা সামনে এসেছে। চট্টগ্রামের চারটি মন্দিরে হামলা চালিয়ে লুট করা হয়েছে গয়না। খুলনার বাগেরহাটের একটি গ্রামে একাধিক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এদিকে, নীলফামারিতে যমেন কনসার্টে হামলা হয়েছিল, ঠিক তেমনি ঘটেছে ময়মনসিংহে।  বুধবার রাতে শহরে কাওয়ালি অনুষ্ঠান চলাকালীন হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল প্রায় ২০০ বছর পুরনো একটি সুফি মাজারে। রক্ষা পায়নি সেটিও। মাজারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক মাদ্রাসা পড়ুয়াদের দিকে। আরও উল্লেখযোগ্য হল সবটাই ঘটেছে পুলিসের নাকের ডগায়। 
ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ফাঁসির সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জঙ্গি নেতাকে মুক্তি দিচ্ছে ইউনুস সরকার। আর তাতেই উচ্ছ্বসিত মৌলবাদীরা। নিত্যদিন চোরাগোপ্তা হামলার হচ্ছে হিন্দুদের উপরে। সরকারের রোষে পড়ার ভয়ে সেদেশের সংবাদমাধ্যম তা ‘সেন্সর’ করলেও ফাঁস হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েকদিনে পটুয়াখালি, যশোর সহ বিভিন্ন জেলায় অন্তত পাঁচজন হিন্দু ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। ঝালকাঠি জেলায় উদ্ধার হয় এক হিন্দু ব্যবসায়ীর দেহ। 
বুধবার চট্টগ্রামের চৌধুরীহাটে মন্দিরে হামলা হয়। সেখানকার বিশ্বেশ্বরী কালীবাড়ি, জগবন্ধু আশ্রম মন্দির, সত্যনারায়ণ সেবাশ্রম মন্দির ও মগধেশ্বরী কালীবাড়িতে লুটপাটের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে বাগেরহাট জেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াধর গ্রামে হিন্দুদের বাড়িঘর মৌলবাদীরা পুড়িয়ে দিয়েছে।
মাজার ভাঙার ঘটনা ঘটেছে ময়মনসিংহের থানাঘাট এলাকায়। শহরের কোতোয়ালি মডেল থানার উল্টোদিকে হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহর। ১৭৯তম বার্ষিক উরস উপলক্ষ্যে ব্রহ্মপুত্র নদের পারে বুধবার কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। স্থানীয় সময় রাত ১১টা নাগাদ গান শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে সেখানে হামলা চালায় মৌলবাদীরা। মঞ্চ ও চেয়ার ভেঙে ফেলা হয়। হেনস্তার শিকার হন শিল্পীরা। হামলাকারীদের সাফ কথা, গান-বাজনা চলবে না। তাদের হুমকির জেরে পুলিস এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত হলেও রাত তিনটে নাগাদ হামলাকারীরা ফের ফিরে আসে। এবার তাদের রোষে পড়ে মাজার। হাতুড়ি, শাবলের আঘাতে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই হামলার জন্য পাশের মসজিদের পড়ুয়াদের দিকে আঙুল তুলেছেন মাজারটির অর্থ সম্পাদক মহম্মদ খলিলুর রহমান। যা কার্যত স্বীকার করে নিয়েছেন মসজিদের প্রধান মুয়াজ্জিন। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা