বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

টিম স্পিরিটই ভরসা ক্লেটনদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পায়ের পাতা বেশ ফোলা। অনুশীলনে নামা তো দূর অস্ত, বুট পরতেই পারছেন না আনোয়ার আলি। ডার্বিতে খেলা বেশ কঠিন। হাতে মাত্র দু’দিন। সম্ভাবনা ক্ষীণ বুঝেও আনোয়ারকে ফিট করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্ট বেঙ্গলের মেডিক্যাল টিম। সব মিলিয়ে ডার্বির আগে আরও চাপে অস্কার-ব্রিগেড। কিন্তু স্প্যানিশ কোচ অন্য ধাতুতে গড়া। ভাঙলেও মচকাতে নারাজ তিনি। ম্যাচের আগে বিশেষজ্ঞরা মোহন বাগানকে এগিয়ে রাখছেন। অস্কারের হুঙ্কার, ‘প্রতিপক্ষ বরং আমাদের নিয়ে ভাবুক।’ কোচের লড়াকু মেজাজ ক্লেটনদের মধ্যে কিছুটা সঞ্চারিত হলেও লড়াই জমবে। পাশাপাশি ভেনেজুয়েলার বিদেশি ফুটবলার রিচার্ড সেলেসকে ডার্বিতে নামাতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটের টিকিট পাঠানো হয়েছে। সূত্রের খবর, ম্যাচের দিন ভোরে সরাসরি গুয়াহাটি পৌঁছবেন তিনি। তাঁকে স্কোয়াডে রাখার ভাবনা থিঙ্কট্যাঙ্কের। এই প্রসঙ্গে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘ডার্বিতে রিচার্ডকে পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’ পাশাপাশি সাউল ক্রেসপোকে কিছুক্ষণ খেলানোর পরিকল্পনা রয়েছে। শুক্রবার অনুশীলনে দেখার পর তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন করবে লাল-হলুদ ব্রিগেড। রাতের ফ্লাইটে গোটা দল পৌঁছবে গুয়াহাটি। চোট, আঘাতে বিপর্যস্ত দল। বেগতিক বুঝে ৩-৫-২ ফর্মেশন ঘুরছে কোচের মাথায়। মাঝমাঠে জোড়া ডিফেন্সিভ ব্লকারে শৌভিকের সঙ্গী জিকসন। দলের আসল সমস্যা দুই উইং ব্যাক। লিস্টন আর মনবীরকে রোখাই অন্যতম চ্যালেঞ্জ। লিস্টন ভারতের সেরা উইং হাফ। অন্যদিকে, চোটের কারণে রাকিপ আর লাকরাকে পাবেন না অস্কার। সেক্ষেত্রে নিশু কুমারকে খেলানো ছাড়া তাঁর বিকল্প নেই। প্রতিপক্ষের দুরন্ত স্ট্রাইকিং ফোর্স সামলানো সত্যিই কঠিন। হিজাজিদের পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে লালচুংনুঙ্গাকে। তাঁর মন্তব্য, ‘ডার্বিতে ক্লিনশিট বজায় রাখা জরুরি।’ পাশাপাশি মাধি তালালের অনুপস্থিতিতে মাঝমাঠে প্লে-মেকারের অভাব স্পষ্ট। অভিজ্ঞ ক্লেটন অতীতের ছায়া। দায়ে পড়েই উইথড্রল স্ট্রাইকারের ভূমিকায় খেলানো হচ্ছে ব্রাজিলিয়ানকে। মোদ্দা কথা,  দলে প্রতিবন্ধকতা প্রচুর। কিন্তু প্রতিপক্ষকে কিছুতেই ঘাড়ে চাপতে দেওয়া যাবে না। প্রতি-আক্রমণ আর ডেড বল মুভমেন্টে তাই জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ। বিষ্ণু, মহেশ, দিয়ামানতাকোসের ছটফটানি তাঁর ভরসা। অন্যদিকে ডেভিডকেও কিছু সময় খেলানো হতে পারে। যতটুকু সুযোগ পাচ্ছেন, তাতেই নিজেকে প্রমাণ করেছেন এই মিজো ফুটবলার। বক্সের মধ্যে ফিফটি-ফিফটি সুযোগ থেকেও জাল কাঁপানোর ক্ষমতা রাখেন ডেভিড। অসংখ্য নতুন তারকার উত্থানের সাক্ষী বাংলার ডার্বি। বড় মঞ্চে ডেভিডও নিজেকে প্রমাণ করতে মুখিয়ে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা