বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আত্মতুষ্টি নিয়ে সতর্ক কোচ মোলিনা 

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: মিনিট পাঁচেকের ভোকাল টনিক। আর তাতেই বদলে গেল জেসন কামিংস-লিস্টনদের বডি ল্যাঙ্গুয়েজ। হাসিঠাট্টা ঝেড়ে ফেলে প্রত্যেকেই সিরিয়াস। কোচ হোসে মোলিনা এমনই। জানেন, এই লড়াই ১ বনাম ১১’র নয়। শনিবার গুয়াহাটিতে পদস্খলন মানেই ব্রহ্মপুত্রের স্রোতের মতো উপচে পড়বে সমালোচনা। কোটি কোটি টাকার দল নিয়ে মর্যাদার ম্যাচ জিততে না পারলে সেটাই স্বাভাবিক। তাই আত্মতুষ্টি সিন্দুকে তুলে রেখে ফুটবলারদের ফোকাস ধরে রাখার পরামর্শ দিলেন সবুজ-মেরুন কোচ। 
বৃহস্পতিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে নিজেদের আরও ধারাল করে নিলেন জেমি ম্যাকলারেন-টম আলড্রেডরা। ঘণ্টাখানেকের অনুশীলনে প্রত্যেকের মুখেই নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে পালতোলা নৌকা। শেষ পাঁচটির মধ্যে চারটিতেই জিতেছে মোলিনা-ব্রিগেড। তাই আত্মতুষ্টিতে ভোগা অস্বাভাবিক নয়। আর তাই বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। 
বুধবার অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অনিরুদ্ধ থাপা। এদিন তিনি বিশ্রাম নেন। সূত্রের খবর, মাঠে ফিরতে দু’সপ্তাহ সময় লাগবে। ডার্বিতে নেই তিনি। তবে থাপার বিকল্প ভেবে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। এদিন ম্যাচ সিচুয়েশন অনুশীলনে দলকে ৪-৪-২ ফর্মেশনেই খেলালেন তিনি। চলতি আইএসএলে ৭টি ম্যাচে দুর্গ অক্ষত রেখেছে মোহন বাগান। তাই বড় ম্যাচে রক্ষণ সংগঠনে কোনও বদল আনছেন না মোলিনা। তবে সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করার দৌড়ে এগিয়ে আপুয়াই ও সাহাল আব্দুল সামাদ। তৈরি রাখা হয়েছে দীপক টাংরিকে । দুই উইংয়ে মনবীর ও লিস্টন আটোমেটিক চয়েস। তাঁদের দৌড়ের উপর অনেকাংশে নির্ভর করছে মোহন বাগানের ভাগ্য। উইং থেকে কাট করে ঢুকে দু’জনেই জাল কাঁপাতে পছন্দ করেন। তবে লিস্টনকে বল ছাড়ার সময়জ্ঞানে আরও নিখুঁত হতে হবে। আপফ্রন্টে এদিন কোচের প্রথম পছন্দের তালিকায় ছিলেন কামিংস ও ম্যাকলারেন।  পরিবর্ত হিসেবে মাঠে আসতে পারেন গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোস। সেক্ষেত্রে দুই বিদেশি নিজেদের মধ্যে পজিশন অদলবদল করে বিপক্ষকে ধাঁধায় ফেলবেন। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ সেটপিস অনুশীলনও করলেন সবুজ-মেরুন ফুটবলাররা। এছাড়া বক্সের দুই প্রান্ত থেকে একের পর এক বাঁক খাওয়ানো সেন্টার ভাসিয়ে দিলেন গ্রেগ স্টুয়ার্ট ও জেসন কামিংস। পাশাপাশি স্পটকিকের মহড়া সারলেন ম্যাকলারেন। এই পর্বে সপ্রতিভ ছিলেন বিশ্বস্ত দুর্গপ্রহরী বিশাল কাইথ। শুক্রবার সকালে ঘরের মাঠে প্র্যাকটিস করে বিকেলের ফ্লাইটে গুয়াহাটি পৌঁছবে মোলিনার দল। 
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা