বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাঘ নিজেই ফিরল জঙ্গলে, আপাত স্বস্তি মিললেও ভয়ে কাঁটা মৈপীঠের বাসিন্দারা
 

সংবাদদাতা, বারুইপুর: অনেক কসরত করে এক বাঘকে জঙ্গলে ফেরাতে না ফেরাতেই আরেক বাঘের দেখা মিলেছিল মৈপীঠের অন্য প্রান্তে। রবিবার মধ্য রাতে গঙ্গার ঘাট এলাকায় খাঁচাবন্দি হয়েছিল প্রমাণ সাইজের একটি রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার বনদপ্তরের কর্মীরা তাকে দূরের জঙ্গলে ছেড়ে আসার আগেই খবর আসে মৈপীঠের গোরের চকে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। গোরু চড়াতে গিয়ে কেউ কেউ নাকি সেই বাঘের দেখাও পেয়েছেন। মঙ্গলবার দুপুরে বনদপ্তরের কর্মীরা লোকালয় সংলগ্ন জঙ্গলে জোরদার তল্লাশি চালানোর পর জানিয়ে দেন, এখানে বাঘ আর নেই। পায়ের ছাপ অনুসরণ করে দেখা গিয়েছে, বাঘটি নিজেই তার ডেরা আজমলমারি ১ নম্বর জঙ্গলে চলে গিয়েছে। এরপর স্বস্তি ফেরে গোরের চকে। বনদপ্তরের কর্মীরাও স্টিলের জাল গোটানোর কাজে নেমে পড়েন।   
প্রসঙ্গত, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোরের চক গ্রামের বাসিন্দারা সোমবার বিকেলে গোরু চড়াতে গিয়ে বাঘের দেখা পেয়েছেন বলে দাবি করেছিলেন। তবে বাঘের পায়ের ছাপ দেখেছেন অনেকেই। বনদপ্তরের কর্মীরা এদিন বাঘের জঙ্গলে প্রত্যাবর্তনের খবর দিলেও গ্রামবাসীদের মন থেকে আতঙ্ককে সরানো যাচ্ছে না। গোরের চকের বাসিন্দা গৃহবধূ কনকলতা বৈদ্য বলেন, বাঘ চলে গেলেও ভয় যায়নি। আবার মাগরি নদী পার হয়ে বাঘ যে কোনও সময় চলে আসতে পারে। তাই পরিবার নিয়ে খুব ভয়ে আছি। আরেক বাসিন্দা গৌর গায়েন বলেন, এই নিয়ে মৈপীঠে গত একমাসে পাঁচবার বাঘ এল। শীতের সময়েই তাদের আগমন হয় বেশি। তাই ভয় কিছুতেই কাটছে না।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা