বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে ডাবলের হাতছানি মোহন বাগানের সামনে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত আইএসএলে ৪৮ পয়েন্ট নিয়ে ‘লিগ শিল্ড’ জেতে মোহন বাগান। চলতি টুর্নামেন্টে সেই মাইলস্টোন ছাপিয়ে যাওয়ার সুযোগ কামিংসদের সামনে। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন ব্রিগেড। হোসে মোলিনার কোচিংয়ে তরতরিয়ে এগচ্ছে পালতোলা নৌকো। প্রাক্তনদের ধারণা, ছন্দ বজায় থাকলে লিগ-শিল্ড ঘরে তোলা সময়ের অপেক্ষা। পাশাপাশি আইএসএল খেতাব জিতে ডাবলের হাতছানি লিস্টন, মনবীরদের। তবে হোসে মোলিনা বাস্তববাদী কোচ। বাকি ন’টি ম্যাচের প্রতিটি তাঁর কাছে ফাইনাল।
আগামী ১৭ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। যুবভারতীতে খালিদের দলকে ৩-০ গোলে হোয়াইটওয়াশ করে মোলিনা ব্রিগেড। তবে লড়াই এবার বেশ কঠিন। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছেন তোরো, জাভি, জর্ডন মারেরা। ঘরের মাঠে মোহন বাগানের জয়রথ থামাতে মরিয়া খালিদ। এরপর চেন্নাইয়ানের মুখামুখি হবে পালতোলা নৌকো। যুবভারতীতে গ্রেগ স্টুয়ার্টের ছোট্ট স্পেল আওয়েন কোয়েলের দলকে তছনছ করে দেয়। ব্রাজিলিয়ান এলসিনহো না থাকায় মাঝমাঠে আগের চেয়েও ছন্নছাড়া। এবারও নোটবুকে তিন পয়েন্টে টিক চিহ্ন দিতে চান মোলিনা। প্রজাতন্ত্র দিবসের পরদিন ধুন্ধুমার লড়াই। মোহন বাগানের প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরু এফসি। শেষ দুই ম্যাচ হেরে সুনীলরা বেশ দিশাহারা। তার উপর গোলরক্ষর গুরপ্রীতের কাছে অভিশপ্ত যুবভারতী। গার্ডেন সিটির দলকে হারাতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকটাই এগবে মোলিনার দল। প্রথম পর্বে কান্তিরাভায় ০-৩ ব্যবধানে হারের জ্বালা এখনও টাটকা। নতুন বছরের প্রথমেই বদলা নেওয়ার সুযোগ স্প্যানিশ কোচের সামনে। 
ফেব্রুয়ারিতে আরও চারটি ম্যাচ খেলবে মোহন বাগান। প্রথম প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। কোনদিন কাসিমভরা জ্বলে উঠবেন কেউ জানেন না। তবে ওজনের বিচারে মোহন বাগানই এগিয়ে। অন্যদিকে, ভালো শুরু করেও চোট আঘাতে বিপর্যস্ত পাঞ্জাব এফসি। দিল্লিতে মোহন বাগানের বিরুদ্ধে লিড নিয়েও পরাস্ত হন ভিদালরা। নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থ ম্যানেজমেন্ট। বরং অ্যাওয়ে ম্যাচে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে পারে কেরল ব্লাস্টার্স। প্রীতম, নোয়া, গিমিনেজ, লুনারা আইএসএলের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল। কলকাতায়  আলবার্তোর শেষ মুহূর্তের জাল কাঁপানো শট মোলিনা ব্রিগেডকে উতরে দেয়। তবে কোচিতে মোহন বাগানের রেকর্ড বেশ ভালো। গতবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ ব্যবধানে ম্যাচ জেতে হাবাসের দল। মার্চের শুরুতে মুম্বই এরিনায় ছাংতেদের বিরুদ্ধে খেলবেন কামিংসরা। গোটা ভারতে দাপট দেখালেও মুম্বইতে ট্র্যাক রেকর্ড বেশ খারাপ মোহন বাগানের। তবে অন্যবারের তুলনায় এই মুম্বই অনেকটাই দুর্বল। এরপর ৮ মার্চ কলকাতায় মোহন বাগান বনাম গোয়া ম্যাচ। সন্দেশ ঝিংগানের অন্তর্ভুক্তিতে গোয়া অনেক ব্যালান্সড। ফাতোরদায় ২-১ গোলে জেতেন সাদিকুরা। ফিরতি ম্যাচে পাল্টা দেওয়ার সুযোগ। মোহন বাগান কোচ হোসে মোলিনার পরিকল্পনা ফুটবলাররা মাঠে বাস্তবায়িত করতে পারলেই দোলের আগে সবুজ-মেরুন আবিরের বিক্রি অবশ্যই চোখ টানবে। 
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা