বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বুমরাহ ও কুলদীপকে নিয়ে ধন্দে নির্বাচকরা

মুম্বই: মুম্বইয়ের হয়ে রনজি ট্রফির অনুশীলনে নামবেন রোহিত শর্মা। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্র্যাকটিসে দেখা যাবে রোহিতকে। তবে ঘরোয়া লিগে তিনি ম্যাচ খেলবেন কী না তা নিশ্চিত নয়। আসলে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ক্রিকেটারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন কোচ গৌতম গম্ভীর। এমনকী, ঘরোয়া ক্রিকেট খেলার বার্তাও দেওয়া হয়। এরপর রোহিতের এমন সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। দলের অধিনায়ক হিসেবে আরও কয়েক মাস দায়িত্বে থাকার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েছেন খোদ রোহিত শর্মা। তবে অনেকের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফিই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ প্রতিযোগিতা হতে চলেছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে জুনে পাঁচ টেস্টের সিরিজে তাঁকে হয়তো খেলতে দেখা যাবে না। যশপ্রীত বুমরাহকে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ভাবছে বোর্ড। কিন্তু তিনি যেভাবে ঘনঘন পিঠের চোটে ভুগছেন, তাতে পাকাপাকিভাবে অধিনায়ক করা ঝুঁকির হয়ে উঠতে পারে। সদ্যসমাপ্ত সিডনি টেস্টেই যেমন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একবলও করতে পারেননি ‘বুমবুম’। এই পরিস্থিতিতে টেস্টে অধিনায়ক হিসেবে উঠে আসছে ঋষভ পন্থের নামও। অন্তত বুমরাহর ডেপুটি তাঁকেই করা উচিত বলে মনে করছেন অনেকে। কেউ কেউ অবশ্য হাল্কাভাবে যশস্বী জয়সওয়ালের কথাও ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু কেরিয়ারের গোড়াতেই এই গুরুদায়িত্ব তাঁর ঘাড়ে চাপাতে আগ্রহী নন নির্বাচকরা।
এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরে ওঠাই তাঁর লক্ষ্য। তবে শেষ পর্যন্ত ওই আসরে তাঁকে পাওয়া নিয়ে ধন্দে নির্বাচকরা। ভারতীয় স্কোয়াড ঘোষণা করার ক্ষেত্রে অজিত আগরকরের নির্বাচকমণ্ডলীর বিলম্বের প্রধান কারণ এটাই। বুমরাহর চোটের অবস্থা আর একটু বুঝে নিয়ে দল নির্বাচনে বসতে চাইছেন তাঁরা। একই কথা প্রযোজ্য কুলদীপ যাদবের ক্ষেত্রেও। কুঁচকিতে চোট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার। তাঁর অস্ত্রোপচার হয় জার্মানিতে। তিনিও এখন রিহ্যাব করছেন এনসিএ’তে। তবে জানুয়ারির শেষে তাঁর ফিট হয়ে ওঠার কথা। 
এছাড়াও স্পিনার হিসেবে দলে আসার লড়াইয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। এই তিনজনই অলরাউন্ডার। ব্যাটিং গভীরতা বাড়ানোর ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ। আর পেসার হিসেবে দলে নিশ্চিত দেখাচ্ছে মহম্মদ সামি ও মহম্মদ সিরাজকে। বুমরাহ যদি খেলতে না পারেন, তবে অর্শদীপ সিং হয়তো আসবেন স্কোয়াডে। হার্দিক পান্ডিয়া খেলবেন তৃতীয় পেসার হিসেবে। কোচ গৌতম গম্ভীর চাইছেন নীতীশ রেড্ডিকে। তাঁর উপস্থিতি ব্যাটিং-বোলিং উভয় বিভাগকেই শক্তিশালী করবে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা