বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

প্রথম রাউন্ডে জয়ী জেরেভ

মেলবোর্ন: সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অভিযান শুরু করলেন আলেকজান্ডার জেরেভ। রবিবার পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ফ্রান্সের লুকাস পুইলিকে স্ট্রেট সেটে হারালেন দ্বিতীয় বাছাই জার্মান তারকা। তাঁর পক্ষে খেলার ফল ৬-৪, ৬-৪, ৬-৪। ঘাম ঝরিয়ে ম্যাচ জিতলেন ক্যাসপার রুডও। প্রথম রাউন্ডে ষষ্ঠ বাছাই নরওয়ের প্লেয়ার হারালেন জাউমে মুনারকে। পাঁচ সেটের লড়াইয়ে ক্যাসপার জেতেন ৬-৩, ১-৬, ৭-৫, ২-৬, ৬-১ ফলে। তবে হতাশ করলেন ভারতীয় খেলোয়াড় সুমিত নাগাল। তিনি স্ট্রেট সেটে হারলেন টমাস মাচেনের কাছে। মহিলাদের সিঙ্গলসে সহজ পেলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকা ৬-২, ৬-২ সেটে বশ মানালেন আমেরিকার স্কোয়ানে স্টিফানোসকে।
এদিকে, ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে সোমবার অভিযান শুরু করতে চলেছেন নোভাক জকোভিচ। তাঁর প্রতিপক্ষ ভারতীয় বংশোদ্ভুত মার্কিন তরুণ নিশেষ বাসবরেড্ডি। এই প্রথম বড় মঞ্চে নামতে চলেছেন নিশেষ। আর প্রথম ম্যাচেই জোকারের সামনে তিনি। তাই ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত বলেই মনে করছেন অনুরাগীরা। তবে সার্বিয়ান মহাতারকার সাম্প্রতিক ফর্ম খুব ভালো নয়। গত বছর তাঁর সাফল্য বলতে ওলিম্পিকসের সিঙ্গলসে সোনা। তাই খরা কাটাতে মরিয়া জকোভিচ। এছাড়া সোমবার অভিযান শুরু করছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই জানিক সিনার। চিলির নিকোলাস জেরির বিরুদ্ধে খেলবেন তিনি। তবে জোকারের পরেই পুরুষদের সিঙ্গলসে সেরা আকর্ষণ কার্লোস আলকারাজ। একই দিনে মেলবোর্ন পার্কের সেন্টার কোর্টে নামবেন তিনিও। স্প্যানিশ তরুণের ঝুলিতে রয়েছে চারটি গ্র্যান্ড স্ল্যাম। চারটি মেজর টুর্নামেন্টের মধ্যে অধরা শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেন। গতবার এই কোর্টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন আলকারাজ। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছনো স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ আলেকজান্ডার সেভচেঙ্কো।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা