ঢাকা: অবৈধ অ্যাকশনের জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে বোলিংয়ে নিষেধাজ্ঞা রয়েছে সাকিব আল হাসানের। তাই বাঁ-হাতি অলরাউন্ডারকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। ১৫ জনের দলে নেই অভিজ্ঞ লিটন দাসও। ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা। এদিকে, ঘোষিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড স্কোয়াডও। তাতে রয়েছেন: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, ও’রৌরকি, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।