বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ইন্ডিয়ান ওপেনে আজ নামছেন সিন্ধু
 

নয়াদিল্লি: নতুন বছরকে স্বাগত জানিয়ে অনেকেই সংকল্প নেন। পিভি সিন্ধুও ব্যতিক্রম নন। প্রত্যাবর্তনে মুখিয়ে তারকা শাটলার। সম্ভ্রান্ত ব্যবসায়ী ভেঙ্কট দত্তা সাইয়ের সঙ্গে সদ্য গাঁটছড়া বেঁধেছেন। গ্ল্যামারের ছোঁয়ায় সরগরম ছিল উদয়পুর। উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের কোর্টে নামতে চলেছেন হায়দরাবাদী তরুণী। ইন্ডিয়ান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ অনুপমা উপাধ্যায়। ব্যাডমিন্টন মহলে প্রতিভাবান হিসেবে অনুপমার খ্যাতি থাকলেও এখনও পরিণত নন তিনি। কতটা লড়তে পারেন সেটাই দেখার। সিন্ধু অবশ্য সাবধানী। সোমবার তাঁর মন্তব্য, ‘২০১৫ সালে নতুন লক্ষ্য নিয়ে এগতে চাই। সম্প্রতি নতুন জীবন শুরু করেছি। সেই উদ্দীপনা কাজে লাগিয়ে ব্যাডমিন্টন কোর্টেও সাফল্য চাই। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন। অনুপমা প্রতিভাবান। তাই ওকে হাল্কাভাবে নিচ্ছি না।’ উল্লেখ্য, ২০১৭ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সিন্ধু। পরের বছর খেতাবি লড়াইয়ে হার মানেন তিনি। তবে চোটের কারণে গত মরশুমে ইন্ডিয়ান ওপেনে খেলেননি। সোমবার তাঁর মন্তব্য, ‘প্রতি ম্যাচেই দর্শকরা দারুণভাবে উৎসাহিত করেন। গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছি। কোর্টে নামতে আমি মুখিয়ে।’
ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম মুখ সিন্ধু। ট্রফি ক্যাবিনেটে দু-দুটো ওলিম্পিকস পদক। ২০১৬ সালে রিওতে রুপো পান তিনি। চার বছর পর টোকিওয় আসে ব্রোঞ্জ। প্যারিসে অবশ্য পদকের স্বপ্ন অধরাই থাকে। আসলে ২০২২ সালে কমওয়েলথ গেমসে সাফল্যের পরেই সিন্ধুর কেরিয়ারে ভাটার টান। চোট-আঘাতেও জেরবার তিনি। স্ম্যাশ, ক্রসকোর্ট শট ঠিকঠাক হচ্ছে না। সব ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদী শাটলার। পাশাপাশি নিজের অ্যাকাডেমি নিয়েও খুবই আশাবাদী তিনি।
21h 21m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা