বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

স্যালাইন কাণ্ডে চরম গাফিলতির প্রমাণ, নজরে ৪৮ ঘণ্টার ফুটেজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চরম গাফিলতি ছিল। সিজারিয়ান অপারেশনে যুক্ত ছিলেন ট্রেনি ডাক্তাররা, যা একেবারেই হ‌ওয়ার কথা নয়। সিনিয়র চিকিৎসক থাকা উচিত ছিল। নির্দিষ্ট বিধিও (এসওপি) মানা হয়নি। তাই স্যালাইন তথা প্রসূতি মৃত্যু কাণ্ডে এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। পাশাপাশি বিভাগীয় অনুসন্ধান চালাবে স্বাস্থ্যদপ্তরও। সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী এদিন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। জানিয়েছেন, দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না। আমরা কোনও গাফিলতি বরদাস্ত করব না।’ স্যালাইনে ক্ষতি হলে হাসপাতালের দায় থাকবে না, প্রসূতিদের টিকিটে এমন মুচলেকা লেখানোর অভিযোগ উঠেছে। সেই বিষয়টিও তদন্তের আওতায় থাকছে বলেই খবর। 
ইতিমধ্যেই এই কাণ্ডে স্বাস্থ্যদপ্তরের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জমা পড়েছে। সেই তালিকায় অন্যতম, ঘটনার সময় অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার মিলিয়ে ৪৮ ঘণ্টার ভিডিও ফুটেজ। সঙ্গে কয়েকজন নার্সের গোপন জবানবন্দি। এছাড়া সরকারি নথি ও টিকিট বিকৃত করা, মুচলেকা লেখানো, ঘটনার দিন সহ প্রায়শই রাতে সিনিয়র ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারের বেহাল দশা, স্বাস্থ্যবিধি মানার কথা বললে কটাক্ষের শিকার হওয়া সহ বিস্ফোরক সব অভিযোগের নথি রয়েছে। মুখ্যসচিব এদিন আরও বলেন, ‘দু’দিনেই প্রাথমিক রিপোর্ট পেয়েছি। পরবর্তী রিপোর্ট আসবে তিনদিনের মধ্যে। আশা করি সিআইডির রিপোর্ট‌ও দ্রুত মিলবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই।’
হাসপাতাল সূত্রের খবর, মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ইউনিট ১ সি-এর চিকিৎসকরা সেদিন ডিউটিতে ছিলেন। ওটিতে থাকার কথা ছিল ওই বিভাগের একজন আরএমও, দু’জন সহকারী অধ্যাপক এবং তিনজন সিনিয়র রেসিডেন্টের (এসআর)। সঙ্গে অ্যানাস্থেসিওলজি বিভাগের একজন এসআর। অভিযোগ, এর মধ্যে পাঁচজন সেদিন হাসপাতাল চত্বরেই ছিলেন না। গাইনির আরএমও ও অ্যানাস্থেসিওলজির এসআর বিশ্রাম নিচ্ছিলেন। তাঁদের বকলমে অপারেশনের গুরুদায়িত্ব সারেন তিন পিজিটি। প্রথম বর্ষের একজন পিজিটি প্রসূতিকে অচেতন করেন। অপারেশন পর্ব সমাধা হয় স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের তৃতীয় বর্ষের দু’জন পিজিটির হাতে। চারজন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ার খবর পেয়ে পঞ্চমজনের অপারেশনের জন্য তড়িঘড়ি চলে আসেন অ্যানাস্থেসিয়ার এসআর। যদিও ওটি নোটে অনুপস্থিত সহকারী অধ্যাপক এবং এসআরদের নাম ছিল।         
মেদিনীপুর থেকে গ্রিন করিডর করে পিজি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে তিন প্রসূতিকে। দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য সংখ্যা এদিন পাঁচ থেকে বেড়ে আট হয়েছে। রাজ্যজুড়ে অবিলম্বে বিতর্কিত স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ জারি হয়েছে।  মুখ্যসচিব বলেন, ‘অভিযোগ পেয়ে ওই সংস্থাকে স্যালাইন প্রোডাকশন করতে নিষেধ করেছিলাম। তারপর ওদের থেকে ওই ব্যাচের স্যালাইন নেওয়া হয়নি।’ স্যালাইন কাণ্ডে এদিন দু’টি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।
12h 12m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা