বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মকর সংক্রান্তির আগে নেই চেনা  ভিড়, ধুলোয় জেরবার পুণ্যার্থীরা

সৌম্যজিৎ সাহা, গঙ্গাসাগর: গঙ্গাসাগরে এ যেন অচেনা ছবি। কাকদ্বীপের লট ৮ হোক কিংবা সাগরের কচুবেড়িয়া—দুই ঘাটে পুণ্যার্থীদের সেই চেনা ভিড় যেন একেবারেই নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এলেও তা সংখ্যায় অনেক কম বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
গঙ্গাসাগর মানেই লাখো লাখো তীর্থযাত্রীর সমাগম। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসন ও পুলিসকে। কিন্তু এদিন যেন সেই ব্যস্ততা উধাও! মুড়িগঙ্গা নদীতে খালি বার্জ যাচ্ছে। ভেসেলে উপচে পড়া ভিড় নেই। গতবার মেলার প্রাক্কালে বিভিন্ন ঘাটে তীর্থযাত্রীদের সমাগমে কালো মাথার ভিড় ছাড়া কিছুই দেখা যেত না। এবারে সংক্রান্তির দু’দিন আগে সেটা নেই। সৈকতে যাওয়ার রাস্তাগুলি একপ্রকার ফাঁকা। স্নানের সৈকতে লোকজন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে।
মহাকুম্ভের কারণেই কি এবার গঙ্গাসাগরে ভিড়ে এই ভাটা? এই প্রশ্ন উঠছে। যদিও তীর্থযাত্রীদের অনেকে জানাচ্ছেন, গঙ্গাসাগরেই পুজো দিয়ে তাঁরা পুণ্যলাভ করেছেন আর কুম্ভে যাবেন না। আবার কারও দাবি, কুম্ভদর্শন করেই এসেছেন এখানে। যেমন নাগপুর থেকে ১০০ জনের একটি দল এদিন গঙ্গাসাগরে এসেছে। সদস্যরা বলেন, ‘নতুন যে ভাইরাস আবার দেশে ঢুকেছে তার ভয়ে বেশি ভিড় ঠেলে পুজো দিতে ইচ্ছুক নই। তাই সংক্রান্তির আগেই কপিলমুনির দর্শন সেরে ফেলা হল।’ রাজস্থানের আলোয়ার থেকে মহিলাদের একটি দল পুজো দিতে এসেছে এদিন। তারাও এক বাক্যে জানিয়েছে, কুম্ভে যাওয়ার পরিকল্পনা তাদের নেই। শুধুমাত্র গঙ্গাসাগরের ভিড় এড়াতেই এবার এখানে আগাম পুজো দিতে আসা তাদের।
এদিকে ২ নম্বর বিচ থেকে মন্দির যাওয়ার রাস্তা ধুলোয় ঢেকে গিয়েছে। বালি পড়ে থাকার ফলে সারাক্ষণ বিভিন্ন গাড়ি যাচ্ছে আর তার ফলে উড়ছে ধুলোবালি। তাতেই জেরবার হচ্ছেন পুণ্যার্থীরা। প্রতিবার এই রাস্তায় জল ছিটিয়ে ধুলো ‘মারার’ কাজ হয়, এবারে তা হয়নি বলেই অভিযোগ।
মেলা পুরোদমে শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুষ্কৃতী-দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন তীর্থযাত্রীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে গিয়েছে মেলা চত্বরে। যেমন হাওড়ার উলুবেড়িয়া থেকে দেড়শো জনের একটি দল এসেছিল। তাঁদের একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। তার মধ্যে নগদ টাকা ও মোবাইল ফোন ছিল। মেলাপ্রাঙ্গণে অস্থায়ী পুলিস ক্যাম্পে অভিযোগ জানিয়ে ব্যাগটি ফেরতও পেয়েছেন ওই ব্যক্তি। কিন্তু তার মধ্যে টাকা ও মোবাইলের কিছুই ছিল না। দুষ্কৃতীদের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছে মহারাষ্ট্র থেকে আসা একটি দলও। 
এদিন এক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মেলাপ্রাঙ্গণে এখনও পর্যন্ত ২২টি চুরির ঘটনা গিয়েছে। ওইসব ঘটনায় পুলিস গ্রেপ্তার করেছে মোট ১৫ জনকে। ১৮টি ঘটনায় খোয়া-যাওয়া সামগ্রী উদ্ধারও করেছে পুলিস। ভিড় প্রসঙ্গে মন্ত্রীর দাবি, ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত গঙ্গাসাগরে স্নান সেরে ফিরে গিয়েছেন ৪২ লক্ষ পুণ্যার্থী। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা