বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পুরস্কারের টোপ দিয়ে প্রতারণা, ধৃত ভিন রাজ্যের চোর

সংবাদদাতা, কল্যাণী: ফোনে এসেছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আর্থিক পুরস্কারের লোভনীয় বার্তা। সেই বার্তায় থাকা লিঙ্কে ক্লিক করে প্রতারিত হলেন কল্যাণীর এক বাসিন্দা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে নিমেষের মধ্যে খোয়ালেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা পঞ্চাশ হাজার টাকা। বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গেই তিনি দ্বারস্থ হন রানাঘাট জেলা পুলিসের সাইবার থানায়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় চার অভিযুক্তকে। 
চলতি মাসের ৬ তারিখ কল্যাণীর এক বাসিন্দার অ্যান্ড্রয়েড ফোনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আর্থিক পুরস্কারের বার্তা লিঙ্ক সহ আসে। সেই লিঙ্কে ক্লিক করতেই হুবহু নকল করা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওয়েবসাইট খুলে যায়। সেখানে নিজের ব্যাঙ্কের তথ্য দিতেই ব্যাংক থেকে উধাও হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা। এরপরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি দ্বারস্থ হন রানাঘাট পুলিস জেলার সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে সাইবার থানার পুলিস উত্তরপ্রদেশের লখনউ থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম: যতীন সিং, আদর্শ সিং, আরিয়ান সিং ও হর্ষ সিং। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৭টি ব্যাঙ্কের পাসবই, ২৫টি এটিএম কার্ড, চারটি মোবাইল ফোন এবং দু’টি ল্যাপটপ। তবে এখনও পর্যন্ত অভিযোগকারীর খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়নি। 
সাইবার পুলিস সূত্রে খবর, ধৃতরা একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে বলে অনুমান। প্রতারণার মোট পরিমাণ কয়েক লক্ষ টাকা। পুলিস তদন্ত করছে।
12h 12m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা