বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

অনুরাগীর হাতছানি

ফলোয়ার্স চাই ফলোয়ার্স। আরও, অনেক। তবেই আসবে টাকা, খ্যাতি, জনপ্রিয়তা...। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সারমর্ম চুম্বকে খানিক এমনই। সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যা বাড়াতে নানা সময়ে শর্টকার্ট নিতে চান অনেকেই। ঠিক যেমন হিয়া। জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী’র নায়িকা সে। তবে সমাজমাধ্যমের অনুরাগীর দৌড়ে খানিক পিছিয়ে পড়েছে হিয়া। তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার সৌম্যর বুদ্ধিতে অনুরাগী সংখ্যা বাড়াতে ছড়ানো হয় ফেক নিউজ। অনুগামী অনিন্দ্য ও পল্লবের অমতেই এই কাজ করে সে। তারপরই খুন হয়ে যায় মেয়েটি। রহস্যের কিনারায় আসরে নামে লোকাল থানার ওসি অনুকূল বর্মণ। বর্তমান সমাজকে এভাবেই ওয়েব সিরিজে বেঁধেছেন পরিচালক রাজদীপ ঘোষ। সৌজন্যে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের আসন্ন সিরিজ ‘অ্যাট দ্য রেট ফলোয়ার্স’। 
পরতে পরতে রোমহর্ষক ঘটনায় ভরা এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে সোহিনি গুহ রায়কে। এই প্রথম ওটিটিতে কাজ করবেন নায়িকা। তাঁর কথায়, ‘সিরিজের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সকলের জীবনের অন্যতম অংশ হয়ে উঠেছে। তবে সমাজমাধ্যমই যদি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে, তা উদ্বেগের বিষয়।’ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিষ রায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়কে। ইন্দ্রাশিষের কথায়, ‘সোশ্যাল মিডিয়া আজ মানুষের জীবন বদলেও দিতে পারে আবার ধ্বংসও করতে পারে। সিরিজটা করতে গিয়ে এই বিষয়টা ভীষণ ভাবিয়েছে।’ শান্তিলালের কথায়, ‘আমাদের সময়ে মূল্যায়ণ হতো চরিত্র দিয়ে, অনলাইন ক্লিক দিয়ে নয়। এখন সকলেই লাইক, শেয়ারের পিছনে ছুটছে।’
ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। পরিচালক বললেন, ‘এই বিশ্বকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতেই হবে। সেই জন্য সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে কাহিনি নির্বাচন গুরুত্বপূর্ণ।’ চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে শুভজিৎ রায় ও কুশল চৌধুরী। প্রাঞ্জল দাসের আবহ সঙ্গীতে সেজে উঠেছে সিরিজটি। 
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা