বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রিয়ালকে চূর্ণ করে সুপার কাপ জিতল বার্সা

রিয়াল মাদ্রিদ- ২               :            বার্সেলোনা- ৫

রিয়াধ: নিজেদের অর্ধ থেকে মার্ক কাসাদোর বাড়ানো থ্রু বল ধরে লম্বা স্প্রিন্ট রাফিনহার। দ্রুত গতিতে প্রতিপক্ষ বক্সে ঢুকেই হাল্কা ডজ ব্রাজিলিয়ান উইঙ্গারের। তাতেই কেটে যান রিয়ালের দুই সেন্ট্রাল ডিফেন্ডার চৌমেনি আর রুডিগার। এরপর প্রতিপক্ষ গোলরক্ষক কুর্তোয়াকে বোকা বানিয়ে বাঁপায়ের আড়াআড়ি শটে ম্যাচে দ্বিতীয়বারের জন্য বল জালে জড়ান রাফিনহা। তাঁর এই জোড়া গোলের সুবাদে ২০১৮ সালের পর ফের চিরপ্রতিদ্বন্দ্বীকে পাঁচ গোলের মালা পরাল বার্সেলোনা। রবিবার সৌদি আরবের কিংস আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল হান্স ফ্লিকের ছেলেরা। শুরুতে এমবাপের গোলে লিড নিয়েও অসহায় আত্মসমপর্ণ কার্লো আনসেলোত্তি ব্রিগেডের। রাফিনহা ছাড়া বার্সার জয়ে জাল কাঁপান যথাক্রমে লামিনে ইয়ামাল, রবার্ট লিওয়ানডস্কি ও আলেজান্দ্রো বালদে। রিয়ালের দুই গোলদাতা কিলিয়ান এমবাপে ও রডরিগো। উল্লেখ্য, জার্মান কোচ ফ্লিকের প্রশিক্ষণে এটাই বার্সেলোনার প্রথম খেতাব।
গতবার এই মাঠেই সুপার কাপের খেতাবি লড়াইয়ে রিয়ালের কাছে ১-৪ গোলে বশ মেনেছিল বার্সা। এরপর লা লিগা ও কোপা ডেল রে’তেও খালি হাতে ফিরতে হয়েছিল কাতালন ক্লাবটিকে। তবে চলতি মরশুমে দলের দায়িত্ব নিয়ে তারুণ্যের উপর জোর দেন কোচ ফ্লিক। ইয়ামাল, কুর্বাসি, কাসাদোর মতো ফুটবলারকে বেশি করে সুযোগ দেন তিনি। লা লিগায় শুরুটা দারুণ করেও হঠাৎই ঘটে ছন্দপতন। তবে সুপার কাপের ফাইনালে কার্যত একপেশে দাপট দেখালেন লিওয়ানডস্কিরা। এমবাপের গোলে পিছিয়ে পড়েও প্রথমার্ধেই চার গোল চাপায় বার্সা। উল্লেখ্য, ২০০৬ সালের পর এই প্রথম কোনও ম্যাচে প্রথমার্ধে চার গোল হজম করল মাদ্রিদের ক্লাবটি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫-১ করেন রাফিনহা। ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন বার্সা গোলরক্ষক বইসে সেজনি। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে রডরিগোর গোলে ব্যবধান কমালেও তা রিয়ালের লড়াইয়ে ফেরার জন্য যথেষ্ট ছিল না।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা