বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

এগিয়ে থেকেও ড্র মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক গোলে লিড কখনওই নিরাপদ নয়। হেভিওয়েট মোহন বাগানকে সেই সারসত্য আবারও বোঝালেন খালিদ জামিল। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহন বাগান। কঠিন ম্যাচে একগাদা সুযোগ নষ্টের খেসারত দিতে হল লিস্টনদের। জামশেদপুরের গাঁট টপকাতে পারলে লিগ শিল্ডের দৌড়ে আরও এক পা এগত সবুজ-মেরুন ব্রিগেড। সেই সুযোগ হাতছাড়া হলেও পালতোলা নৌকার শীর্ষস্থান অটুট। ১৬ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দল।
জেআরডি টাটা কমপ্লেক্স খালিদ জামিলের দুর্গ। তবে অ্যাওয়ে ম্যাচেও গুটিয়ে থাকার বান্দা নন কামিংসরা। প্রথমার্ধে ঢেউয়ের মতো আক্রমণে ঝাঁঝরা করে দিলেন জামশেদপুর রক্ষণকে। ১৮ মিনিটে আশিস রাইয়ের ওভারহেড লব পৌঁছয় ম্যাকলারেনের পায়ে। অজি বিশ্বকাপার রিসিভ করতে গিয়ে সামান্য ভুল করলেন। শরীর ছুড়ে ট্যাকেল করে নিশ্চিত বিপদ বাঁচান স্টিফেন এজে। পরের মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্সকে বোকা বানিয়ে থ্রু পাস বাড়ান কামিংস। এক্ষেত্রে বিপক্ষ গোলকিপারকে কাটিয়েও বল জালে ঠেলতে ব্যর্থ লিস্টন। ২৫ মিনিটে কঙ্ক্ষিত গোলের দেখা পায় মোলিনা-ব্রিগেড। কামিংসের কর্নার আলড্রেড হেড করে নামিয়ে দেন। জটলা থেকে জাল কাঁপান শুভাশিস বসু (১-০)। চলতি টুর্নামেন্টে এটি তাঁর চতুর্থ গোল। বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে লিস্টনের কাছে। এক্ষেত্রে আলবার্তোর সোনায় মোড়া পাস খুঁজে নেয় গোয়ানিজ ফুটবলারকে। সবাইকে অবাক করে জাল কাঁপানোর বদলে বল বাইরে মারেন লিস্টন। প্রথমার্ধে উইথড্রন স্ট্রাইকারের ভূমিকায় অনবদ্য কামিংস। পেন্ডুলামের মতো দুলে তুর্কি নাচন নাচালেন জামশেদপুর ডিফেন্ডারদের। পাসের ফুলঝুরিতে তখন দিশাহারা সানান, জাভিরা। 
চূড়ান্ত আধিপত্যের এই ছবিটাই বদলে গেল দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে জামশেদপুরকে সমতায় ফেরান এজে। নাইজেরিয়ান ডিফেন্ডারের লক্ষ্যভেদের দক্ষতা রয়েছে। নিজের অর্ধে বল ধরে প্রায় ৬০ গজের সোলো রানে ভেঙেচুরে সাফ মোলিনার রক্ষণ। বুলডোজারের মতো প্রতিপক্ষ বক্সে ঢুকে জাল কাঁপালেন এজে (১-১)। আপুইয়া, টাংরিদের কার্যত বগলদাবা করে নিখুঁত ফিনিশে ত্রাতা হয়ে উঠলেন দলের। মোলিনা বাঘা তেতুঁল হলে খালিদও বুনো ওল। পয়েন্ট কাড়তে তাঁর জুড়ি নেই। বিপদ বুঝে দেরি না করে স্টুয়ার্টকে নামালেন সবুজ-মেরুন কোচ। কিন্তু ম্যাকলারেনকে রেখে কামিংসকে বসানোর যুক্তি বোঝা দায়। শেষদিকে পেত্রাতোসকে নামিয়েও গোলের দেখা মেলেনি। লিস্টন আর আপুইয়ার শট ফিস্ট করে বাঁচান আলবিনো গোমস। সংযোজিত সময়ে স্টুয়ার্টের পেনাল্টির দাবি নাকচ করেন রেফারি।
মোহন বাগান: বিশাল, আশিস, আলবার্তো, আলড্রেড, শুভাশিস, আপুইয়া, টাংরি, লিস্টন, মনবীর, কামিংস (স্টুয়ার্ট) ও ম্যাকলারেন (পেত্রাতোস)।

জামশেদপুর এফসি-   ১  :      মোহন বাগান- ১
(এজে)                                        (শুভাশিস)
42m 52s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা