বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সেলতাকে পাঁচ গোলের মালা রিয়ালের

মাদ্রিদ: নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ২-২। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বে রিয়াল মাদ্রিদের কাছে পাত্তা পায়নি সেলতা ভিগো। শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জিতে কোপা ডেল রে’র শেষ আটে জায়গা পাকা করল কার্লো আনসেলোত্তির দল। রিয়ালের হয়ে জোড়া লক্ষ্যভেদ এনড্রিকের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখানো রিয়ালকে ৩৭ মিনিটে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। প্রতিআক্রমণে মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়ে জোরাল শটে জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার (১-০)। এরপর ৪৮ মিনিটে ডিয়াজের ডিফেন্স চেরা পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র (২-০)। এই পর্বে মনে হচ্ছিল, হেসেখেলে জয় পাবে আনসেলোত্তির দল। তবে শেষ দশ মিনিটে ঝড় তুলে সমতায় ফেরে সেলতা ভিগো। ৮৩ মিনিটে কামাভিঙ্গার ভুলের সুযোগ কাজে লাগিয়ে সেলতা ভিগোর হয়ে এক গোল শোধ দেন জোনাথান বাম্বা (২-১)। এরপর সংযোজিত সময়ে রাউল আসেন্সিও বক্সে বাম্বাকে ফাউল করলে পেনাল্টি পায় সেলতা। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি মার্কোস অ্যালোন্সোর (২-২)। অগত্যা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বে রিয়ালের অহরহ আক্রমণে দিশাহারা দেখায় প্রতিপক্ষকে। ১০৮ মিনিটে বুলেট গতির শটে আনসেলোত্তি-ব্রিগেডকে এগিয়ে দেন এমবাপের পরিবর্তে নামা এনড্রিক (৩-২)। তার চার মিনিট পর বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ব্যবধান ৪-২ করেন ভালভার্দে। আর ১১৯ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুপার সাব এনড্রিক (৫-২)।

রিয়াল মাদ্রিদ-৫                 :               সেলতা ভিগো-২
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা