বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

নির্বাচকদের নজরে দুরন্ত ফর্মে থাকা করুণ নায়ার

নয়াদিল্লি: দু’একদিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা। তার আগে ফিট হয়ে অনুশীলন শুরু করলেন স্পিনার কুলদীপ যাদব। গত বছর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কুঁচকিতে চোট পেয়েছিলেন চায়ন্যান বোলার। ফলে দীর্ঘদিন তাঁকে রিহ্যাব করতে হয়। বোর্ডের মেডিক্যাল টিমের দেওয়া ফিট সার্টিফিকেট নিয়ে হাত ঘোরানো শুরু করলেন কুলদীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে স্কোয়াডে রাখা হয়নি। তবেএকদিনের সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কুলদীপের জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাঁর সঙ্গী হতে পারেন বরুণ চক্রবর্তী। তবে কোনও ক্রিকেটার দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলে তাঁকে ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হয়। কুলদীপের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। দল নির্বাচনের আগে তাঁর ফিটনেস টেস্ট হবে। পাস করলে ভালো, না হলে বিকল্প হিসেবে রবি বিষ্ণোই সুযোগ পেতে পারেন।
এদিকে, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে বিদর্ভের ক্যাপ্টেন করুণ নায়ার। তাঁর ব্যাটিং গড় ৭৫২। মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমি-ফাইনালে ৮৮ রানে অপরাজিত থাকেন। সাতটি ইনিংসেই তিনি অনবদ্য ব্যাটিং করেছেন। হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। তার মধ্যে চারবার ছিলেন অপরাজিত। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, দুরন্ত ফর্মে থাকা করুণ নায়ারকে অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান সিরিজের দলে রাখা উচিত। ৩৩ বছর বয়সি ব্যাটসম্যানটি টেস্ট অভিষেক সাড়া ফেলেছিলেন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে। কিন্তু সেই সাফল্য তিনি ধরে রাখতে পারেননি। উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর কর্ণাটকের হয়ে খেলেছেন করুণ নায়ার। কিন্তু ২০২২ সালে তিনি সেভাবে সুযোগ পাননি। বাধ্য হয়েই দল বদলান। এই সিদ্ধান্তেই তাঁর কেরিয়ারের চাকা ঘুরতে শুরু করেছে। কার্যত একার হাতে বিদর্ভকে তুলেছেন বিজয় হাজারে ট্রফির সেমি-ফাইানলে। সমাদৃত হচ্ছে ক্রিকেট মহলে। কে বলতে পারে, করুণের সামনে ফের খুলে যাবে না জাতীয় দলের দরজাও!
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা