বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সিমেন্ট কারখানার একাংশ ভেঙে বিপত্তি, একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

ভুবনেশ্বর, ১৭ জানুয়ারি: ওড়িশার সুন্দরগড় জেলার রাজগাংপুরে সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। কারখানার ভিতরে থাকা একটি লোহার কাঠামো ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যার পরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরেই দ্রুত পুলিসে খবর দেওয়া হয়। পুলিসের সঙ্গে সঙ্গে এসে হাজির হয় দমকল ও উদ্ধারকারী দলও। রাতেও আর্থমুভার এবং অন্য মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলেছে। দুর্ঘটনা ঘটার সময় ওই জায়গায় প্রায় ১২জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার কাঠামো উদ্ধারের চেষ্টা করা হলেও, তা সফল হয়নি। রাত পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার না হলেও, একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিসও। কিছু শ্রমিক ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
এই দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দাবি করা হয়েছে, ওই লোহার কাঠামোটির দিকে নজর দেওয়ার জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হলেও কোনও কথায় কর্ণপাত করা হয়নি। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা