বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দেশবিরোধী মন্তব্য ভাগবতের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: দেশের স্বাধীনতা দিবস নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত যে মন্তব্য করেছেন, তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মমতা বলেন, আমাদের দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। স্বাধীনতা দিবস নিয়ে উনি (ভাগবত) যে মন্তব্য করেছেন, তা জেনে করেছেন নাকি না জেনে করেছেন, তা জানি না। কিন্তু ওই মন্তব্য দেশবিরোধী বলে আমি মনে করি। দেশের স্বাধীনতার ইতিহাস আমরা কী করে ভুলে যাব! ফলে ওই বক্তব্যকে খুব ভয়ঙ্কর বলে মনে করি। এখনই উচিত ওই বক্তব্যকে প্রত্যাহার করে নেওয়া।
সম্প্রতি ভাগবতের মন্তব্য দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। ২২ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠার দিনকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে আরএসএস। সঙ্ঘপ্রধান ভাগবত এ সংক্রান্ত মন্তব্য করার পরই সমালোচনার ঝড় উঠেছে। কড়া সমালোচনা করেছেন মমতাও। দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করা যাবে না। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব। দেশের স্বাধীনতা আন্দোলনে সবথেকে বেশি ভূমিকা ছিল বাংলার। দেশের স্বাধীনতার ইতিহাস ভোলানো যাবে না। হঠাৎ করে হুজুগ উঠল, আর একজন নেতা মন্তব্য করে দিলেন এটা ঠিক নয়। দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। 
সরসঙ্ঘচালক মোহন ভাগবতের বিরুদ্ধে ক্রমশ আক্রমণ চড়াচ্ছে কংগ্রেসও। মুখপাত্র পবন খেরার তোপ, ‘মোহন ভাগবত অসুস্থ। তাই এমন আবোল তাবোল বকছেন।’ ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে মোহন ভাগবতের বিরুদ্ধে দিল্লি পুলিস এফআইআর করে দেখাক দেখি।’ বিজেপিকে তোপ দেগে বাঘেল বলেন, ‘কংগ্রেসকে দেশভক্তি শেখাতে আসবেন না। কারা দেশবিরোধী সবাই জানে। দেশ স্বাধীন হওয়ার পর ৫২ বছর পর্যন্ত কেন নাগপুরে আরএসএসের সদর দপ্তরে তেরঙ্গা জাতীয় পতাকা তোলা হয়নি?’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা