বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘নিরাপদ নয় মুম্বই’, সইফ ইস্যুতে তোপ বিরোধীদের

মুম্বই: সইফ আলি খানের উপর হামলার পরই মুম্বই তথা মহারাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রত্যেক রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবথেকে ভালো। শাহরুখ, সলমনের প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে। তবে সইফ এই তালিকায় ছিলেন না। আশা করি, অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’ অভিনেতার পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সইফের দ্রুত আরোগ্য কামনা করি। এই কঠিন সময় শর্মিলাদি, করিনা কাপুর ও পরিবারের সকল সদস্যের পাশে আছি।’
সইফের উপর হামলার খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এনসিপি (শারদ গোষ্ঠী) সুপ্রিমো শারদ পাওয়ারের তোপ, ‘মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এই ঘটনা তার প্রমাণ। কয়েকদিন আগেই এই এলাকায় একজন খুন হয়েছিলেন। অত্যন্ত উদ্বেগজনক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এমন ঘটনাকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’ শিবেসনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘নিজস্ব নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও সুরক্ষিত নন তারকারা। অভিযুক্তদের নিরাপত্তা দিচ্ছে পুলিস। আইনকে কেউ আর ভয় পায় না। সরকারের বেহাল দশা প্রকাশ্যে চলে এসেছে।’ দলনেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রশ্ন, যদি সেলিব্রিটিরাইসিুরক্ষিত না থাকেন, তবে মুম্বইয়ে কারা নিরাপদ? কংগ্রেসের মুখপাত্র অতুল লোন্ধের কটাক্ষ, ‘খ্যাতনামা ব্যক্তিরা সুরক্ষিত না থাকলে সাধারণ মানুষের কী হবে? মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।’ 
ঘটনায় ফড়নবিশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘এতো নিরাপদ জায়গা হওয়া সত্ত্বেও একজন অভিনেতার উপর হামলা চালানো হল। আগে সলমন খান আক্রান্ত হয়েছেন। খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। প্রশাসন তারকাদের নিরাপত্তা দিতে পারছে না। তাহলে আম জনতা নিরাপদ থাকবেন কীভাবে? মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ।’
এই অভিযোগ অবশ্য মানতে নারাজ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর সাফাই, ‘বড় শহরগুলির মধ্যে মুম্বই সবথেকে নিরাপদ। মাঝেমধ্যে কয়েকটি ঘটনা ঘটে যায়। তবে একটি ঘটনার উপর ভিত্তি করে মুম্বইকে অসুরক্ষিত শহরের তকমা দেওয়া ঠিক নয়।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা