বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

সইফ আলি খানকে ছুরির কোপ! নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা, ভর্তি হাসপাতালে

মুম্বই, ১৬ জানুয়ারি: সইফ আলি খানকে ছুরির কোপ! মুম্বইতে নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা করা হয়েছে। বর্তমানে তিনি জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।   
পুলিস সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সইফের পশ্চিম বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময়ে অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘুমাচ্ছিলেন। আওয়াজ পেয়ে সবাই উঠে পড়েন। এরপরই তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সইফ। তখনই ওই দুষ্কৃতী তাঁকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে জানা গিয়েছে। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনায় আহত হয়েছেন বাড়ির এক পরিচারকও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সইফের অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু নিরাপত্তা এড়িয়ে কীভাবে ওই দুষ্কৃতী তাঁর বাড়িতে প্রবেশ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। একটি অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানার পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই দুষ্কৃতীর খোঁজে চলছে তল্লাশি। বাড়ির অন্যান্য পরিচারকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর।
চিকিৎসক জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে দু’টি গুরুতর। তাঁর গলায় এবং পিঠেও ক্ষত রয়েছে। বর্তমানে সইফের অস্ত্রোপচার চলছে।
মুম্বই পুলিসের এক আধিকারিক বলেন, “এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী সইফের বাড়িতে হানা দেয়। তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা। সইফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। আততায়ীর খোঁজে চলছে তল্লাশি। পাশাপাশি, মুম্বই ক্রাইম ব্রাঞ্চও ঘটনার তদন্ত শুরু করেছে।”
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা