বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রোহিত-বিরাটদের উপর ভরসা রাখছেন কিরমানি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গর্বের পাশাপাশি আক্ষেপ। একগাল হাসির সঙ্গেই বুকভরা অভিমান। বুধবার শীতের ময়দানে এমনই নানা রংয়ের মেজাজে পাওয়া গেল সৈয়দ কিরমানিকে। প্রয়াত চুনী গোস্বামীর জন্মদিন ছিল এদিন। কিংবদন্তিকে সম্মান জানিয়ে এই তারিখটিকে ক্রিকেট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মোহন বাগান। সেই উপলক্ষেই সবুজ-মেরুন প্রাঙ্গণ হয়ে উঠল আবেগময়। ‘হিরো’ চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামীকে পা ছুঁয়ে প্রণাম করলেন কিরমানি। মঞ্চে বসা একঝাঁক প্রাক্তনের উপস্থিতিতে তৈরি হল চিরকালীন এক ফ্রেম। টাইমমেশিনে চড়ে মুছে যাওয়া দিনগুলিতেই যেন মুহূর্তের জন্য ফিরলেন তাঁরা। কে বলে স্মৃতি সতত সুখের নয়!
সদ্য মোহন বাগান সদস্য হওয়া কিরমানি অবশ্য সামনেও তাকাতে চাইছেন। যশপ্রীত বুমরাহকে সেজন্যই নেতা হিসেবে দেখতে চান তিনি। তাঁর মতে, ‘কপিল দেব, বিষাণ সিং বেদিরা তো বোলারই ছিল। নেতৃত্বে সমস্যা হয়নি। বুমরাহরও হবে না। ওর মধ্যে নেতৃত্বের মশলা রয়েছে।’ তা বলে রোহিত শর্মা, বিরাট কোহলিকে তড়িঘড়ি ছেঁটে ফেলার পক্ষে নন কিরি। তাঁর মতে, ‘অতীতে অনেক গৌরব এনেছে দু’জনে। জানে, কখন থামতে হয়। নিজেরাই সিদ্ধান্ত নিক। ওদের মতো গ্রেটরা কেন এতদিন অফ-ফর্মে, সেটা অবশ্য রহস্য।’ 
ইডেন তাঁর প্রিয় মাঠ। মুখিয়ে থাকতেন নন্দনকাননে খেলার জন্য। ভক্ত রসগোল্লা, মিষ্টি দইয়েরও। বাংলায় বললেন, ‘কেমন আছো?’ তবে বেগুনি চশমার আড়ালে ঝিকমিক করতে থাকা চোখে বেদনাও গোপন থাকল না। বিশ্বের সেরা কিপারের স্বীকৃতি সত্ত্বেও অধরা থেকেছে একশো টেস্টের মুকুট। কর্তাদের কাছে হাজারো আবেদনেও কাজ হয়নি। রাগে-অভিমানে আনুষ্ঠানিকভাবে অবসরই নেননি। ৭৫ বছর বয়সেও যা তাঁকে রক্তাক্ত করে। সদ্যপ্রকাশিত আত্মজীবনীর নাম তাই ‘স্টাম্পড’। আবার সেই বিষাদ কাটিয়েও ওঠেন দ্রুত। সবকিছু যে মেলে না জীবনে, এটা তো ক্রিকেটেরই শিক্ষা!
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা