বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ডের বন্যা স্মৃতি মান্ধানাদের

কলকাতা, ১৫ জানুয়ারি: আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন ভারতীয় মেয়েরা। এদিন বিরাটদের রেকর্ড ভেঙে পুরুষ ও মহিলা মিলিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়লেন স্মৃতি মান্ধানারা। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পাঁচ উইকেটে ৪৩৫ রান তুলেছে ভারতের মহিলা ব্রিগেড। এতদিন সেই রেকর্ড ছিল ভারতীয় পুরুষ দলের ঝুলিতে। ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটে ৪১৮ রান তুলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলিরা। আজ বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৪৩৫ রান তোলে টিম ইন্ডিয়া। এর ফলে শুধু বিরাটদের রেকর্ড নয় গড়ল আরও একটি রেকর্ডও। তৃতীয় দল হিসেবে মহিলাদের একদিনের ক্রিকেটে  ৪০০ রানের গণ্ডি ছুঁল ভারত। টিম ইন্ডিয়ার আগে সেই নজির গড়েছে শুধু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। চারবার ৪০০ রানের গণ্ডি পেরিয়েছে নিউজিল্যান্ড (৪৯১ রান, ৪৫৫ রান, ৪৪০ রান এবং ৪১৮ রান)। আর একবার সেই নজির গড়েছে অস্ট্রেলিয়া (৪১২)। এবার সেই ৪০০ রানের তালিকায় নাম নথিভুক্ত করল ভারতও। উল্লেখযোগ্য বিষয় হল মহিলাদের একদিনের ক্রিকেটে যে ছ'বার কোনও দল ৪০০ রানের গণ্ডি ছুঁয়েছে, তার মধ্যে চারবারই প্রতিপক্ষের নাম হল আয়ারল্যান্ড। অন্যদিকে, শুধু দলগত নয় ব্যক্তিগত রেকর্ডও তৈরি হল এই ম্যাচে। একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম শতরানের মালিক হলেন স্মৃতি মান্ধানা। বুধবার ৭০ বলে শতরান করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল হরমনপ্রীত কৌরের ঝুলিতে। তিনি গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮৭ বলে শতরান করেছিলেন। সেটাই ছিল ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম। আজ যা মান্ধানা ভেঙে দেন। তবে একদিনের ক্রিকেটে মহিলাদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডের মালিক কিন্তু মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ৪৫ বলে শতরান করেছিলেন ২০১২ সালে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা