বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি হবে’, স্যালাইন কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিষেক

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য-রাজনীতি এই মুহূর্তে সরগরম। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় আলোচনা তুঙ্গে। চিকিৎসকদের গাফিলতির অভিযোগে সরব মৃতার পরিবার। এমন অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে সরব হলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আজ, বুধবার ফলতায় ‘সেবাশ্রয় শিবির’এ হাজির হয়েছিলেন অভিষেক। সেখানে মেদিনীপুর স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, “স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু দুঃখজনক। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি প্রমাণ হলে শান্তি হবেই। স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই। কাউকে রেয়াত করা হবে না।”
পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “রাজ্য সরকার এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তও চলছে। মানুষের প্রাণ মুক্তোর মতো দামি। ঘটনায় কারও গাফিলতিতে যদি প্রমাণিত হয়,তাহলে কঠোর শাস্তি হবে।”
প্রসঙ্গত, গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মামনি রুইদাসের মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থা অপর তিন প্রসূতিরও। পরিবারের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জেরেই এই কাণ্ড ঘটেছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিআইডি বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি, কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে অপর তিন প্রসূতির।
26d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা