বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সর্বস্ব দিয়ে ফ্ল্যাট কিনেছিলাম, আজ নিঃস্ব হলাম
নীলাদ্রি বক্সি, আবাসনের বাসিন্দা

নিজেদের সর্বস্ব দিয়ে বছর দশেক আগে ফ্ল্যাট কিনেছিলাম। প্রায় ১৭ লক্ষ টাকা দিতে হয়েছিল। আজ সব ধুলোয় মিশে গেল। কী করব এখন? ভেবে পাচ্ছি না। শুনলাম, দুপুরে আচমকা বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একতলার দেওয়াল। তারপর ডানদিকে হেলে যায় বাড়ি। এই আবাসনের একতলাতে আমাদের ঘর। সেটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের ফ্ল্যাট কিনতে কী অবস্থা হয়, সবাই বোঝে। রক্ত জল করা টাকার এই পরিণতি! শোনার পর আমার হাত, পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মাথার ছাদ চলে গিয়েছে। জানি না, আবার কবে নিজের ঘর ফিরে পাব।
২০১৪ সালে ফ্ল্যাট কিনেছিলাম। তার কয়েক বছর পর থেকেই বাড়িটি মাটিতে বসতে শুরু করে। তখন প্রোমোটারকে জানাই। আবাসনের বাসিন্দারা মিলে কলকাতা পুরসভাকেও অভিযোগ জানিয়েছিলাম। পুরসভা থেকে ইঞ্জিনিয়ার এসে দেখেও গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবাসনটি মাটিতে ছয় ইঞ্চি বসে গিয়েছে। তবে নিশ্চিন্ত থাকুন। ভেঙে পড়া বা হেলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তারপর পুজোর আগে আচমকা পরিস্থিতি আরও খারাপ হয়। তখন সকলেই ঘাবড়ে গিয়েছিলাম। বাড়িতে প্রোমোটারেরও দু’টো ফ্ল্যাট রয়েছে। ওঁর ছেলের নামেই আবাসনটির নাম। প্রোমোটারকে সকলে মিলে চেপে ধরেছিলাম তখন। তারপর হরিয়ানার একটি সংস্থা বাড়িটিতে জ্যাক লাগিয়ে লিফটিং করার কাজ শুরু করে। মঙ্গলবার দুপুরে কাজ চলাকালীন নাকি কলামগুলি শব্দ করে ভাঙতে শুরু করে। আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গিয়েছে।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা