বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

শীতের ভোরে বিদ্যাধরী নদীর বুক থেকে দেদার মাটি তুলে পাচার ইটভাটাগুলিতে

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: পারদ নামতেই পৌষমাস মাটি মাফিয়াদের! স্থলভাগের জমি কেটে পাচারের কথা বহুশ্রুত। মাটি মাফিয়াদের নজর এখন নদীর জলে। মাঝ নদীতে গিয়ে জলের তলার অংশের মাটি তুলে চলছে পাচার। নৌকায় করে সেই মাটি নিয়ে ফেলা হচ্ছে ইটভাটায়। শাসনের ফলতি, বেলিয়াঘাটা, দেগঙ্গা, দত্তপুকুরের একাধিক এলাকায় বিদ্যাধরী নদীর বুক থেকে মাটি কেটে রমরমিয়ে চলছে পাচারের কারবার। প্রতিদিন কয়েকশো নৌকা মাটি নিয়ে এসে ভিড়ছে নির্দিষ্ট পাড়ে। সেখান থেকে ইটভাটা, নিচু জমি ভরাটের জন্য মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। অপরিকল্পিতভাবে নদীর বিভিন্ন জায়গা থেকে মাটি তোলায় নাব্যতার তারতম্য হচ্ছে। যার জেরে পাড়ের ক্ষয় মারাত্মক হারে বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই নদী থেকে মাটি পাচার হচ্ছে। পুলিস সব জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে, জেলা পুলিসের তরফে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষা শেষ হতেই বারাসত ২ নম্বর ব্লকের বেলিয়াঘাটা থেকে তেহাটা হয়ে বোয়ালঘাটা পর্যন্ত বিদ্যাধরী নদীর বুক থেকে মাটি কাটার কাজ রমরমিয়ে শুরু হয়েছে। বারাসত ১ নম্বর ব্লকের পানশিলা, মুক্তারপুর, দেগঙ্গার হাসিয়া গ্রাম সহ বিভিন্ন জায়গায় বিদ্যাধরী নদী থেকে মাটি কাটা হচ্ছে। যার ফলে বিভিন্ন জায়গায় পাড় ভেঙে আশপাশের জমি নদী গর্ভে ঢুকে পড়ছে। বারাসত ২ নম্বর ব্লকের ফলতি, মাগরি, তেহাটা সহ একাধিক গ্রামে চলছে মাটি কাটার কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ২০০টিরও বেশি নৌকায় করে মাটি পাচার করা হচ্ছে। ওই মাটির বেশির ভাগই বিক্রি হচ্ছে ইটভাটায়। ফলে নদীর দু’পাড়ে যেমন ধস নামছে, তেমনই বর্ষায় ওই এলাকার বহু মাছের ভেড়ি জলমগ্ন হয়ে যাচ্ছে।
মূলত, এই কাজ করা হয় শীতের ভোরে। সেই সময় এলাকা কার্যত নিশ্চুপ থাকে। এই সুযোগকেই কাজে লাগায় কারবারিরা। নদীর ধারে অস্থায়ীভাবে তৈরি হয়েছে একাধিক ঘাট। সেখানে থাকে নৌকা। কোদাল নিয়ে সেই নৌকায় উঠে পড়েন মাঝিরা। পরে নদীর মাঝে বা ধার থেকে তোলা হয় মাটি। রাখা হয় নৌকায়। পরে সেই মাটি চলে যায় স্থানীয় ইটভাটায়। দিনে দু’-তিন ঘণ্টার কাজ। তারপর ওই মাঝিরা ফের পোশাক বদলে ফিরে যান অন্য কাজে। এক নৌকা মাটির দাম কত? গল্পের ছলে পাচারকারীরা বললেন, শুরু ৭০০ টাকা থেকে। আবার কিছুটা দূরের ভাটায় গেলে দাম হয় ৮০০-৯০০ টাকা। সবটাই নির্ভর করে পরিস্থিতির উপর। এখন চাহিদা বেশি। কারণ, এখন জমি থেকে মাটি কাটার কাজ শুরু হয়নি। এদিকে ভাটায় মাটির চাহিদা ব্যাপক। নদী থেকে মাটি তোলা অপরাধ, আপনাদের কাছে কোনও কাগজ আছে? ব্যবসায়ীর জবাব, কোনও ভয় নেই, সব ম্যানেজ করা আছে! এ নিয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, এই ধরনের অভিযোগ এখনও আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে। 
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা