বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

র‌্যাকেট ভেঙে বিতর্কে মেডভেডেভ

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিনে শিরোনামে বিতর্ক। রড লেভার এরিনায় প্রথম রাউন্ডের ম্যাচে মেজাজ হারান পুরুষদের সিঙ্গলসের পঞ্চম বাছাই ড্যানিয়াল মেডভেডেভ। নেট ক্যামেরায় পর পর পাঁচবার র‌্যাকেট দিয়ে মারেন তিনি। যার ফলে নেট ক্যামেরা ও র‌্যাকেট, দুটোই ভাঙে। ৪১৮ নম্বরে থাকা কাসিদিত সামরেজের বিরুদ্ধে লড়াইয়ে সেই সময় রীতিমতো চাপে ছিলেন রুশ তারকা। উল্লেখ্য, তৃতীয় সেটের শেষ গেমে নেটে লেগে গতিপথ পাল্টে যাওয়ায় বলে র‌্যাকেট ছোঁয়াতেই পারেননি তিনি। ১৩ স্ট্রোকের সেই পয়েন্ট হারিয়ে রাগে ফেটে পড়েন মেডভেডেভ। নেট সংলগ্ন ক্যামেরাকে উদ্দেশ্য করে র‌্যাকেট চালাতে থাকেন তিনি। 
এই সময় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচ বন্ধ করে নতুন ক্যামেরা লাগানোর নির্দেশ দেন আম্পায়ার। তারপর ফের শুরু হয় ম্যাচ। এবং শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করেন মেডভেডেভ। তাঁর পক্ষে খেলার ফল ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২। তবে এই ঘটনায় বড়সড় অর্থিক জরিমানার মুখে মেডভেডেভ। তাঁর এই আচরণ ভালো চোখে নেয়নি উদ্যোক্তারা। 
বিতর্ক তৈরি হয়েছে প্রযুক্তি নিয়েও। সোমবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এ.আই) সিস্টেমের জন্যই ম্যাচ হেরেছেন বলে অভিযোগ করেন ডমিনিক কয়েফার। উল্লেখ্য, গত মরশুম থেকে অস্ট্রেলিয়ান ওপেনে চালু হয়েছে এই প্রযুক্তি। এর কাজ, সার্ভিসের সময় রিসিভার সঠিক জায়গায় দাঁড়িয়েছেন কিনা সেটা নজরে রাখা। তবে মাঝে মাঝেই সিস্টেমের জন্য তৈরি হচ্ছে বিভ্রান্তি। 
এদিকে, পুরুষদের ডাবলস থেকে বিদায় নিলেন ভারতের রোহন বোপান্না। গত বছর অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে এই শিরোপা জিতেছিলেন তিনি। এবার কলম্বিয়ার নিকোলাস ব্যারিয়েস্টোর সঙ্গে খেলতে নামেন রোহন। এদিন স্ট্রেট সেটে তাঁদের ছিটকে দিলেন স্পেনের জুটি পেড্রো মার্টিনিজে ও জাউমে মুনের। তাঁরা জেতেন ৫-৭, ৬-৭ (৫-৭) সেটে।  
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা