বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য

কী অবস্থা শহরের

পরামর্শে পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ।

বায়ুর গুণমানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) গড় নিরিখে আন্তর্জাতিক সংস্থার বিচারে খারাপের দিক দিয়ে ভারতের স্থান সারা বিশ্বে তৃতীয়, বাংলাদেশ ও পাকিস্তানের পরেই। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তত্ত্বাবধানে বায়ু দূষণ পরিমাপের মাত্রা নির্ধারণের যে প্রক্রিয়া দেশের শহরগুলিতে সবসময় চলে তাতে প্রথম স্থানে আছে দেশের রাজধানী দিল্লি। পাল্লা দিচ্ছে কলকাতাও। বিশ্বের প্রথম ১০টি দূষিত শহরের মধ্যে আছে কলকাতাও!
একিইউ এর মাত্রার ৬টি মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে। মাত্রা ২০০-৩০০ মধ্যে থাকলে তা খারাপ বলে চিহ্নিত। ৩০১-৪০০ হলে তা খুব খারাপ, ৪০১ থেকে ৫০০ হলে তীব্র খারাপ। ১২-১৪ জানুয়ারি বায়ু দূষণের মাত্রার হিসেবে দেখা যাচ্ছে দিল্লি, কলকাতা সহ দেশের বেশ কিছু শহরে তা খারাপ অর্থাৎ ২০০-র বেশি মাত্রার উপরে রয়েছে। ১৪ জানুয়ারি কলকাতায় গড় একিউআই ছিল ২৩২। দিল্লিতে ২৭৫। এই পরিস্থিতিতে একজন সুস্থ মানুষও বেশি সময় বাইরে থাকলে অস্বস্তি অনুভব করবেন। শুধু কলকাতা নয়, এরাজ্যের হাওড়া, দুর্গাপুর, হলদিয়া, বারাকপুর, আসানসোল প্রভৃতি  শহরের অবস্থা বেশ আশঙ্কাজনক। সব জায়গাতে একিইউ মাত্রা ২০০ বেশি থাকছে শীতকালে। হাওড়া, বারাকপুর, হলদিয়াতে তো ১৪ জানুয়ারি মাত্রা ৩০০ ছাড়িয়েছিল। শীতকালে দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৫ জানুয়ারি রাত ১০টা নাগাদ হাওড়ার পদ্মপুকুর এলাকায় দূষণের  মাত্রা ছিল সাড়ে তিনশোর বেশি। কলকাতার বালিগঞ্জ এলাকায় দূষণের মাত্রা ছিল ২৬৩, যাদবপুরে ২১৭, ফোর্ট উইলিয়ামে ২৩৫।
বাতাসে ভাসমান দূষিত কণা (পিএম), সালফার ও নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড প্রভৃতির মাত্রা স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে পরিমাপ করে একিউআই নির্ধারণ করা হয়। সবথেকে বেশি জোর দেওয়া হয় বাতাসে ভাসমান ক্ষুদ্র ও অতিক্ষুদ্র কণার উপর। গরম ও বর্ষাকালে দূষণ কম থাকে। সেই সময় কলকাতায় দূষণের মাত্রা ১০০ বা তার নীচে চলে আসে। পুজোর পর থেকে দূষণ বাড়তে শুরু করে। যা চরমে ওঠে ডিসেম্বর ও জানুয়ারিতে। এই দূষণ নিয়ন্ত্রণে এখন থেকেই সাবধান না হলে বিপদ।
লিখেছেন কৌশিক ঘোষ
 
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা