বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রোহিত, আশায় পাক বোর্ড

লাহোর: বহু বছর পর ক্রিকেটের বড় আসর বসছে পাকিস্তানে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঢেলে সাজানো হয়েছে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু। প্রথম ম্যাচে আয়োজক দেশ পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে পিসিবি। সম্ভবত তা হবে ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি। আইসিসি’র প্রোটোকল মেনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আটটি অংশগ্রহণকারী দেশের অধিনায়কের। কিন্তু প্রশ্ন হচ্ছে, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা কি পাকিস্তানে যাবেন? নিরাপত্তা ও কূটনীতির কারণে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থেকেছে বিসিসিআই। বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করছে আইসিসি। ভারত খেলবে দুবাইয়ে। বাকি ম্যাচগুলি হবে পাকিস্তানে। এমনকী, ভারত-পাক মহারণও হবে মরুশহরে। তাই রোহিতের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা অব্যাহত। পিসিবি কর্তারা অবশ্য আশা করছেন যে, আইসিসি’র প্রোটোকল মেনে টিম ইন্ডিয়ার অধিনায়ককে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেবে  ভারত সরকার। সূত্রের খবর, বিসিসিআইও তেমনটাই চাইছে। সেই মতো নাকি রোহিতের ভিসার কাগজপত্র তৈরি করা হচ্ছে। খুব সম্ভবত দুবাই থেকে ঝটিকা সফরে পাকিস্তানে যাবেন তিনি। আবার অনুষ্ঠান শেষেই সোজা টিম হোটেলে ফিরবেন। পাকিস্তানে রাত্রিবাসের কোনও ঝুঁকি নাকি বিসিসিআই নিতে চাইছে না। এদিকে, সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করল পিসিবি। ভারতীয় মুদ্রায় লিগ ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৩১০ টাকা। আর সেমি-ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৭৭৬ টাকা।
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা