বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ফেডেরারকে টপকালেন জোকার

মেলবোর্ন: জমজমাট মেলবোর্ন পার্ক। মেডভেডেভের র‌্যাকেট ভাঙা নিয়ে বিতর্কের রেশ কাটিয়ে ফের বীর পুজো শুরু অস্ট্রেলিয়ান ওপেনে। বুধবার রড লেভার এরিনা জমিয়ে দিলেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ। দুই তারকাই পৌঁছলেন তৃতীয় রাউন্ডে। জোকার ভেঙে দিলেন কিংবদন্তি রজার ফেডেরারের রেকর্ড। পিছিয়ে থাকেননি আলকারাজ। চলতি আসরে এক ম্যাচে সর্বাধিক এস সার্ভিস মারার কৃতিত্ব দেখালেন স্প্যানিশ তারকা। টুর্নামেন্ট যেদিকে গড়াচ্ছে তাতে কোয়ার্টার ফাইনালে দুই তারকার দ্বৈরথের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে এতদিন সবচেয়ে বেশি সিঙ্গলস ম্যাচ খেলার রেকর্ড ছিল ফেডেরারের দখলে। সুইস তারকা খেলেছেন ৪২৯টি ম্যাচ। এদিন কোর্টে নামার সঙ্গে সঙ্গে তাঁকে ছাপিয়ে মাইলস্টোন গড়লেন জকোভিচ (৪৩০)। ম্যাচেও প্রত্যাশিতভাবে জয় পেলেন তিনি। চার সেটের লড়াইয়ে সার্বিয়ান মহাতারকা ৬-১, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-২ সেটে বশ মানালেন জেমি ফারিয়াকে। এই নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন সপ্তম বাছাই জোকার। ম্যাচ শেষে তাই তৃপ্তির হাসি ছড়িয়ে তাঁর মন্তব্য, ‘ফেডেরারের রেকর্ড ভাঙতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এই প্রতিযোগিতা আমার খুব প্রিয়। মেলবোর্নের কোর্টে বরাবর সেরাটা উজাড় করে দিয়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না।’ অপর ম্যাচে সহজেই জিতলেন আলকারাজ। মাত্র ৮১ মিনিটেই ম্যাচ পকেটে পুরলেন তিনি। জাপানের ইয়েশিহিতো নিশিয়াকাকে ৬-০, ৬-১, ৬-৪ স্ট্রেট সেটে হারালেন তৃতীয় বাছাই স্প্যানিশ তারকা। গোটা ম্যাচে মোট ১৪টি এস সার্ভিস করেন তিনি, যা চলতি আসরে সর্বাধিক। ম্যাচ শেষে মজার ছলে নিজেকে ‘সার্ভবট’ হিসেবে উল্লেখ করেন আলকারাজ।
মহিলাদের সিঙ্গলসে আরিনা সাবালেঙ্কা তৃতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন। তিনি ৬-৩, ৭-৫ সেটে বশ মানালেন জেসিকা বুজাসকে। কোকো গফ জিতলেন জোডি বারেজের বিরুদ্ধে। ম্যাচের ফল ৬-৩, ৭-৫।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা