বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রেকর্ড রানে জয়ী ভারতের মেয়েরা

রাজকোট: স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল ঝড়ে কুপোকাত আয়ারল্যান্ড। বুধবার রাজকোটে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আইরিশদের রেকর্ড ৩০৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে একাধিক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এটাই  ভারতীয় মহিলা দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে পাহাড়প্রমাণ ৪৩৫ রান তোলে মান্ধানা ব্রিগেড। পঞ্চাশ ওভারের ক্রিকেটে যা ভারতের মহিলা দলের সর্বাধিক রানের নজির। মহিলাদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় অবশ্য চতুর্থ। এর আগে কখনও চারশোর গণ্ডি টপকায়নি ভারতের মহিলা দল। জবাবে ৩১.৪ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। অর্থাত্, তিন ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল সফরকারী দল।
বিশাল ব্যবধানে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার স্মৃতি ও প্রতীকা। প্রথম উইকেটেই ওঠে ২৩৩ রান। একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে দ্রুততম শতরানের নজির গড়েন ক্যাপ্টেন মান্ধানা। মাত্র ৭০ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন তিনি। শেষ পর্যন্ত ১২টি চার ও ৭টি ছক্কা সহ ৮০ বলে তাঁর সংগ্রহ ১৩৫।  তাঁর পার্টনার প্রতীকা দুরন্ত ফর্মে রয়েছেন সিরিজ জুড়ে। এদিন ১২৯ বলে তাঁর ১৫৪ রানের ইনিংস সাজানো ২০টি চার ও ১টি ছক্কায়। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ভারতীয় জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিক তিনি। এখনও পর্যন্ত, ছ’টি ওডিআই ম্যাচে তাঁর মোট রানসংখ্যা ৪৪৪। তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি প্রথম ছ’টি আন্তর্জাতিক ম্যাচে চারশোর বেশি রান করলেন। উল্লেখ্য, শেফালি ভার্মা বাদ যাওয়ায় ওপেন করার সুযোগ পেয়েছেন প্রতীকা। সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি মনোবিজ্ঞানে স্নাতক তরুণীর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ৩১০ রানে সিরিজের সেরাও তিনি। পাশাপাশি, রিচা ঘোষ করেন ৫৯। 
জবাবে, শুরু থেকে ধুঁকতে থাকা আয়ারল্যান্ড দেড়শোর গণ্ডিও টপকাতে পারেনি। টিম ইন্ডিয়ার সফলতম বোলার দীপ্তি শর্মা (৩-২৭)। বাংলার তিতাস সাধুও একটি উইকেট পেয়েছেন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা