বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘রাষ্ট্রদ্রোহী’ ভাগবতকে গ্রেপ্তারির দাবি রাহুলের,  তোপ অভিষেকেরও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশের প্রকৃত স্বাধীনতা দিবস নয়—এমনই মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তার প্রেক্ষিতেই এবার আরএসএস প্রধানকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তুললেন ভাগবতকে গ্রেপ্তারির দাবিও। বুধবার উদ্বোধন হল কংগ্রেসের নতুন সদর দপ্তরের। সেই অনুষ্ঠানে রাহুল শুধু আরএসএস নয়, বিজেপিকেও নিশানা করেছেন। ঠিক একই সময় রাজধানী থেকে দেড় হাজার কিলোমিটার দূরে, নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে বসে একই ইস্যুতে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘সাম্প্রদায়িকতা, বিভাজন, বৈষম্যবাদ, বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জবাব দিয়েছেন অযোধ্যার মানুষ। অযোধ্যা যে কেন্দ্রের মধ্যে পড়ে, লোকসভা নির্বাচনে সেই ফৈজাবাদে পরাজিত হয়েছে বিজেপি। এরপর আর কিছু বলার থাকে না।’
গত ৪৭ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল দিল্লির ২৪, আকবর রোড। অবশেষে তা বদলে গেল এদিন। নতুন ঠিকানা—৯-এ কোটলা রোড। এদিন সেই নয়া সদর দপ্তরের উদ্বোধন করেন সোনিয়া গান্ধী। রিমোটের সাহায্যে চরকা চিহ্ন সহ তেরঙা দলীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আনুষ্ঠানিকতা শেষে দলীয় নেতাদের সামনে রাহুল বলেন, ‘কোন সাহসে দু’দিন অন্তর অন্তর দেশ সম্পর্কে নিজের ভাবনার কথা বলতে থাকেন মোহন ভাগবত? দেশের স্বাধীনতা নাকি এসেছে রামমন্দির উদ্বোধনের দিন! তার মানে সংগ্রামীদের রক্তঝরা সাতচল্লিশ সালের স্বাধীনতা কোনও স্বাধীনতা নয়, সংবিধান সত্য নয়? এ তো রাষ্ট্রদ্রোহ। অন্য কোনও দেশ হলে মোহন ভাগবতকে গ্রেপ্তার করা হতো। সাজা দেওয়া হতো। দেশকে অপমান করেছেন মোহন ভাগবত। তাঁর এইসব অযৌক্তিক বক্তব্য বন্ধ করতেই হবে। এবং সেটা আমরা কংগ্রেসিরাই করব।’ 
নতুন ভবনের প্রেক্ষাগৃহে সামনে তখন বসে প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদম্বরম, শচীন পাইলট, রেবন্ত রেড্ডি, অধীররঞ্জন চৌধুরী, ভূপেশ বাঘেলরা। তাঁদের উদ্দেশে রাহুল আরও বলেন, ‘প্রতিদিন আরএসএস-বিজেপির বিরুদ্ধে লড়তে হচ্ছে। ওরা দেশের প্রতিটি প্রতিষ্ঠানই প্রায় দখল নিয়ে নিয়েছে। তাই আমাদের লড়াই স্রেফ বিজেপি-আরএসএস নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও।’ দর্শকাসনে তখন হাততালির ঝড়। 
কিন্তু শেষ লাইনে রাহুলের বেফাঁস মন্তব্যে বাইরে বাড়ল বিতর্ক। কংগ্রেস নেতার সমালোচনায় সরব হল গেরুয়া শিবির। বিজেপি সভাপতি জে পি নাড্ডা বললেন, ‘কংগ্রেসের আসল চরিত্র বেরিয়ে পড়েছে। ওরা রাষ্ট্রের বিরুদ্ধে,, যা বিদেশি কিছু শক্তিও করে থাকে।’ যদিও কংগ্রেসিদের দাবি, রাহুল আসলে বলতে চেয়েছেন যে লড়াই সরকারের বিরুদ্ধে। কিন্তু কংগ্রেসিদের এই ব্যাখ্যার আগেই কংগ্রেস নেতাকে বিঁধেছে বিজেপি। ফলে দলের নতুন ভবন উদ্বোধনের দিনেই দলকে অস্বস্তিতে ফেলে দিলেন রাহুল। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা