বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সংঘাতের আবহে ফেব্রুয়ারিতে বিএসএফ-বিজিবি বৈঠক, অনুপ্রবেশ প্রসঙ্গ তুলবে ভারত

নয়াদিল্লি ও ঢাকা: সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে তীব্র সংঘাতের মধ্যেই বৈঠকে বসতে চলেছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ডিজি পর্যায়ের এই বৈঠক এর আগে দু’বার পিছিয়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চললে ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএসএফের একটি সূত্রের খবর। শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষকর্তারা ওই বৈঠকে মুখোমুখি হবেন। ওই সূত্রটিই জানিয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া ও অনুপ্রবেশ বৃদ্ধির মতো বিষয়গুলি বিএসএফ বৈঠকে তুলতে পারে। 
প্রতি বছরই সীমান্তের বিভিন্ন সমস্যা মেটাতে বিএসএফ ও বিজিবির শীর্ষকর্তারা বৈঠকে বসেন। দুই বাহিনীর প্রধান যে সিদ্ধান্ত নেন, তার ভিত্তিতেই সীমান্তে পদক্ষেপ করা হয়। কিন্তু বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির জেরে গত বছর দু’বার এই বৈঠক পিছিয়ে যায়। শেষবার গত মার্চে ঢাকায় এই বৈঠক হয়েছিল। সম্প্রতি মালদহ, কোচবিহার সহ বাংলাদেশের সঙ্গে যে সব জায়গায় খোলা সীমান্ত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া বসাতে উদ্যোগী হয়েছে বিএসএফ। সেই বেড়া দিতে বারবার বাধা দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এমনকী, এই নিয়ে ভারতের হাইকমিশনারকেও ডেকে পাঠিয়েছিল ঢাকা। পরের দিন পাল্টা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠায় দিল্লি। বিএসএফ সূত্রে খবর, গত বছরের ৫ আগস্ট হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ১৯৫৬ জন বাংলাদেশিকে অনুপ্রবেশের সময় আটক করেছে বিএসএফ। 
অন্যদিকে, বাংলাদেশে বিভিন্ন মামলায় শেখ হাসিনা বিরোধীদের মুক্তি দেওয়া অব্যাহত। বুধবার জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বেকসুর মুক্তি দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এর আগে ওই মামলায় খালেদাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। খালেদার সঙ্গে তাঁর ছেলে তারেক রহমান সহ বাকি অভিযুক্তদেরও এদিন মুক্তি দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বক্তব্য, শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই খালেদাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
খালেদার পাশাপাশি জঙ্গি সংগঠন উলফার প্রধান পরেশ বড়ুয়ার শাস্তি আরও কমিয়ে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। গত বছরের ডিসেম্বরে দশ ট্রাক ভর্তি অস্ত্র চোরাচালানের মামলায় পরেশের মৃত্যুদণ্ড খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সেই সাজা আরও কমিয়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ওই মামলায় অন্য অভিযুক্তদেরও কারাদণ্ডের মেয়াদ কমিয়েছে হাইকোর্ট।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা