বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জুকেরবার্গের বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইল মেটা

নয়াদিল্লি: গত লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের ‘ভুল’ মন্তব্যের নিয়ে সরব বিজেপি। এধরনের মন্তব্যের জন্য মঙ্গলবার ‘মেটা’কে ডেকে পাঠানোর কথা জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষক সংসদীয় কমিটির চেয়ারম্যান। দুবের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এবিষয় ক্ষমা চাইল মেটা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টের নীচে মেটার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল লেখেন, ‘২০২৪ সালে নির্বাচনে বিভিন্ন দেশের সরকার ক্ষমতায় ফিরতে পরেনি। এটা সত্য। তবে মার্ক জুকেরবার্গের এই পর্যবেক্ষণ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের শরিক হতে চাই।’ ঠুকরালের মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি নিশিকান্ত। তিনি লেখেন, ‘ভারতের সাংসদ ও সরকার ১৪০ কোটি মানুষের বিশ্বাস জয় করেছে। জুকেরবার্গের ভুলের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন মেটার ভারতীয় শাখার আধিকারিক। এটা দেশের সাধারণ মানুষের জয়।’ 
১০ জানুয়ারি একটি পডকাস্টে নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা। তিনি বলেছিলেন, কোভিড মহামারীর জেরে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকার আম জনতার বিশ্বাস হারিয়েছে। ২০২৪ সালে ভারত সহ একাধিক দেশে সাধারণ নির্বাচন হয়েছে। সব ক্ষেত্রেই ক্ষমতায় ফিরতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন দল। পডকাস্ট প্রচারে আসার পরেই সমাজমাধ্যমে জুকেরবার্গের মন্তব্যের বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ভারতের মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপরেই ভরসা রেখেছেন। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা