বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

রাজধানীর থেকে সস্তায় বন্দে ভারত স্লিপারে শ্রীনগর

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে অবশেষে বোধোদয় মোদি সরকারের! রেলযাত্রীদের উপর অযথা বাড়তি চাপ দেওয়া চলবে না—প্রধানমন্ত্রীর দপ্তরের এই নির্দেশে কার্যত রাজধানী এক্সপ্রেসের ভাড়াতেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর তোড়জোড় শুরু করছে রেলমন্ত্রক। রেলের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া হতে পারে যাত্রীপিছু সর্বনিম্ন দু’হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত।  
প্রাথমিকভাবে স্থির হয়েছে যে, উল্লিখিত রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১টি থার্ড এসি, চারটি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ থাকবে। তবে রেলের আর এক সূত্রের দাবি, ১৬ কোচের নয়। বরং প্রথম বন্দে ভারত স্লিপার ১২ কোচের হতে পারে। সরকারি সূত্রের দাবি, দিল্লি থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পরদিন সকাল ৮টায় শ্রীনগর—এই সময়সারণী তৈরি করা হতে পারে। আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জম্মু তাওয়াই এবং কাটরা এর প্রাথমিক স্টপ হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও রেলমন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীভাড়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। রেল সূত্রের খবর, এই ট্রেনে থার্ড এসির ভাড়া হতে পারে মাথাপিছু দু’হাজার টাকা। সেকেন্ড এসির ভাড়া হতে পারে আড়াই হাজার টাকা। এবং ফার্স্ট ক্লাস এসির যাত্রীভাড়া হতে পারে মাথাপিছু তিন হাজার টাকা।
রেলমন্ত্রকের আধিকারিকদের একটি অংশের দাবি, ওই রুটের রাজধানী এক্সপ্রেসের তুলনায় কিছুটা সস্তাতেই দিল্লি থেকে শ্রীনগর এবং পরবর্তী ক্ষেত্রে জম্মু পর্যন্ত যেতে পারবেন রেলযাত্রীরা। দিল্লি থেকে জম্মু রাজধানী এক্সপ্রেস পাড়ি দেয় কমবেশি ৬০০ কিলোমিটার পথ। সেই ট্রেনের ‘টার্মিনেশন’ স্টেশন জম্মু-তাওয়াই। এক্ষেত্রে থ্রি টিয়ার, সেকেন্ড টিয়ার, ফার্স্ট এসির ভাড়া মাথাপিছু যথাক্রমে ১ হাজার ৩৭০, ১ হাজার ৭০০ এবং ২ হাজার ৭৭০ টাকা। কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেন তারপর আরও প্রায় ২০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দেবে। অর্থাৎ, সাশ্রয় হবে রেলযাত্রীদের। যাত্রী পরিবহণ শুরুর আগে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে এটাই এখন রেলের স্লোগান।
24d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা