বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ইডিকে আইনি প্রক্রিয়ায় ছাড়পত্র কেন্দ্রের,  ভোটের মুখে বিপাকে কেজরি

নয়াদিল্লি: বিধানসভা ভোটের আগে মোদি সরকারের কোপে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ তাঁর বিরুদ্ধে ওই দুর্নীতির অভিযোগে আর্থিক তছরুপ মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি। পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিশোদিয়ার বিরুদ্ধেও একই পদক্ষেপ গ্রহণ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে কেজরিওয়ালের বিরুদ্ধে মমলা চালানোর অনুমতি দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি পদে থাকা কোনও ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ইডিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই রায়ের পর কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেন। তাঁর দাবি ছিল, ইডি যে চার্জশিট জমা দিয়েছে তা অবৈধ। কারণ অনুমতি ছাড়াই তা দায়ের করা হয়েছে। পরে চার্জশিটে আবগারি কেলঙ্কারির ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলে ইডি। এবার স্বরাষ্ট্রমন্ত্রক সবুজ সঙ্কেত দেওয়ায় কেজরিওয়াল ও সিশোদিয়ার বিরুদ্ধে কোমর বেঁধে নামতে পারবে ইডি। ভোটমুখী দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।     
এদিকে জীবন বিপন্ন কেজরিওয়ালের! তাঁর উপর হামলা চালাতে পারে খালিস্তানি জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্টে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে। বিষয়টি অবশ্য ধর্তব্যের মধ্যে আনছেন না আপ সুপ্রিমো। তিনি বলেছেন, ঈশ্বর আমাকে রক্ষা করবেন। যতদিন আয়ু রয়েছে, ততদিন বাঁচব। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ভোটের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর দুই থেকে তিনজন খালিস্তানি জঙ্গি হামলার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। খালিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা (আইএসআই)। গোয়েন্দা সতর্কতা পাওয়ার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিস। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা