বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কাল দক্ষিণ কলকাতায় বন্ধ জল সরবরাহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, শনিবার সকালের পর গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে সরবরাহ। শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জল মিলবে স্বাভাবিক নিয়মে। তারপর বন্ধ করা হবে। রবিবার সকালে পুনরায় স্বাভাবিক হবে পরিষেবা। এর ফলে দক্ষিণ কলকাতার একাংশ, বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব কলকাতা এবং সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে সরবরাহ। গার্ডেনরিচ প্রকল্পের জলই সরবরাহ করা হয় মহেশতলা ও বজবজ পুরসভার বিভিন্ন অংশে। এসব অঞ্চলেও পরিষেবা বিঘ্নিত হবে। এর ফলে কোনও অঞ্চলে সমস্যা দেখা দিলে জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কলকাতা পুরসভা। জরুরি মেরামতির জন্যই সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।  
পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ জলপ্রকল্প এবং এর আওতাধীন বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনে নির্দিষ্ট সময় অন্তর রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। তাছাড়া, সরবরাহ পাইপলাইনের কয়েকটি জায়গায় ফাটল ধরা পড়েছে। সেগুলিও মেরামত করা হবে। পুরসভা জানিয়েছে, কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন এবং গার্ডেনরিচ জলপ্রকল্পের বিভিন্ন ক্যাপসুল (ছোট) বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ করা হবে না। এর ফলে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর, জোকার কোথাও সম্পূর্ণ এলাকা, কোথাও আংশিকভাবে পরিষেবা ব্যাহত হবে। সংশ্লিষ্ট বিভাগের এক কর্তার কথায়, ‘এই কাজগুলি এতটাই জরুরি যে এই সময় না করে নিতে পারলে পরে পস্তাতে হবে। শীতের সময় স্বাভাবিকভাবে জলের চাহিদা কিছুটা কম থাকে। একটু গরম পড়তে শুরু করলে শহরে জলের খরচ কয়েকগুন বেড়ে যাবে। তখন পানীয় জলের সঙ্কট সামাল দিতে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে আমাদের। তাই শহরবাসীকে আরও সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্যই প্রয়োজনীয় কাজগুলি এখন থেকে সেরে রাখা হচ্ছে।’ 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা