বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া কম কেন, বাড়ি বাড়ি খোঁজ বিডিওর

সংবাদদাতা, উলুবেড়িয়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের উপস্থিতির হার কম। তবে খাবার সময় থালা-বাটি হাতে ঠিক এসে হাজির হয়ে যাচ্ছেন অভিভাবকরা। নিয়ে যাচ্ছেন খাবার। কেন পড়ুয়ারা আসছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? এই প্রশ্নকে সামনে রেখেই এবার অভিভাবকদের দ্বারস্থ হলেন খোদ বিডিও। বৃহস্পতিবার বাগনান ১ নম্বর ব্লকের বিডিও মানসকুমার গিরি বিভিন্ন কেন্দ্রে মিড ডে মিলের খাবার পরীক্ষা করতে গিয়ে দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। তা দেখেই এ নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন বিডিও।
দিনকয়েক আগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের গুণগত মান যাচাই ও পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল বিডিওদের। সেই মতো বাগনান ১ নম্বর ব্লকের বিডিও মানসকুমার গিরি এদিন পরিদর্শনে বের হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। তিনি কথা বলে জানতে পারেন, এখানে যত শিশুর নাম নথিভুক্ত রয়েছে, গড়ে প্রতিদিন তার অর্ধেকও আসে না। এরপরেই তিনি একাধিক পড়ুয়ার বাড়ি গিয়ে তাদের অভিভাবকের সঙ্গে কথা বলেন। বিডিও বলেন, আমরা অভিভাবকদের বলেছি, যে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় না, তাদের পাঠাতে বলা হয়েছে। অনেকেই রাজি হয়েছেন। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা