বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

এমবিবিএস হয়ে নামের পাশে ‘এমএস ইএনটি’ , ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডাক্তারের বাড়ি তল্লাশি
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বিধাননগর ও দক্ষিণ ২৪ পরগনা: এমবিবিএস পাশ। অথচ, প্র্যাকটিসে নাকি তিনি ব্যবহার করছেন ‘এমএস ইএনটি’। আর জি করের চিকিৎসক আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে গত ৯ জানুয়ারি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তারই তদন্তে বৃহস্পতিবার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার রামতনুনগর এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিস। প্রসঙ্গত, থানা ছাড়াও একই ইস্যুতে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের কাছেও একটি অভিযোগ জমা পড়েছিল। তা নিয়ে মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে আশফাকুল্লাকে চিঠিও দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে দেখা করতে বলেছে কাউন্সিল। থানা থেকেও মেডিক্যাল কাউন্সিলের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি এমবিবিএস এবং এমএস ইএনটি কি না। কাউন্সিল জানিয়ে দিয়েছে, তিনি এমবিবিএস। এদিকে, পুলিসি সন্ত্রাসের অভিযোগ তুলে আর জি কর ধর্না মঞ্চে বিক্ষোভ সমাবেশ করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
বাড়িতে তল্লাশি প্রসঙ্গে বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার অনীশ সরকার বলেন, ‘আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তিনি এমবিবিএস পাশ করে প্র্যাকটিসে এমএস ইএনটি ব্যবহার করছেন বলে অভিযোগ। ওই ঘটনার তদন্তের জন্য আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়েই পুলিস তাঁর বাড়িতে গিয়েছিল’। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়িয়ে গিয়ে আশফাকুল্লা পুলিসের বিরুদ্ধেই তোপ দাগেন। তিনি বলেন, ‘আমি বিধাননগর থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকি। কিন্তু আমার কাছে না এসে পুলিস কেন ১০০ কিলোমিটার দূরে আমার বাড়িতে গেল বুঝে উঠতে পারছি না। এখন ভয় পাচ্ছি বাড়ির ভিতরে পুলিস কিছু রেখে দিয়ে, আমার নামে যেন না চাপিয়ে দেয়’।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা