বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পকসো, এনডিপিএস কোর্ট নেই বারাকপুরে জোনাল জাজের দ্বারস্থ আইনজীবীরা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আইনজীবীরা এই দাবিতে আন্দোলন করেছেন, কর্মবিরতিও পালন করেছেন। কিন্তু তারপর দেড় বছর হয়ে গেল। এখনও পর্যন্ত বারাকপুর কোর্টে সিভিল জাজ সিনিয়র ডিভিশন, পকসো এবং এন ডি পি এস কোর্ট চালু হল না। ফলে বিচারপ্রার্থীদের তীব্র ভোগান্তি হচ্ছে। আইনজীবীদেরও নাকাল হতে হচ্ছে। শুধু তাই নয়, প্রতিশ্রুতি মতো সিসি ক্যামেরাও বসানো হল না আদালত চত্বরে। সেই সঙ্গে বিচারকের দুর্ব্যবহার নিয়েও অভিযোগ রয়েছে আইনজীবীদের। সমস্যা রয়েছে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও। মঙ্গলবার বিকেলে হাইকোর্টের জোনাল জাজ দেবাংশু বসাক ও সব্বার রশিদিকে বারাকপুর কোর্টের এমন নানা সমস্যার জানালেন আইনজীবীরা।
বারাকপুর বার অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি সুশান্ত রায়, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব সহ কয়েকজন প্রতিনিধি এদিন জোনাল জাজের সঙ্গে দেখা করে বিচারকের দুর্ব্যবহারের অভিযোগও জানান। সমস্ত কিছুই গুরুত্ব দিয়ে শুনে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন জোনাল জাজরা। খুব শীঘ্রই বারাকপুর কোর্টে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।
কয়েক বছর আগে পর্যন্ত বারাকপুর থানার পাশে পুরনো কোর্ট ছিল। সেখানে পরিকাঠামো ভালো না থাকার কারণে চিড়িয়ামোড়ের কাছে কয়েক কোটি টাকা খরচ করে নতুন ভবন তৈরি করা হয়। বারাকপুর মহকুমা কোর্ট বর্তমানে ওই ভবনেই স্থানান্তরিত হয়েছে। কিন্তু, এখনও আইনজীবীদের বহু দাবিদাওয়া পূরণ হয়নি। এমনিতে কোর্টের মধ্যে জায়গা কম হওয়ায় আইনজীবীদের বসতে খুবই অসুবিধা হয়। পাশাপাশি দু’জন যাওয়ার মতো অবস্থা থাকে না। বারান্দাতেই সেরেস্তা বানিয়ে বসেন আইনজীবীরা। হাজার হাজার মানুষ নিত্য মামলার প্রয়োজনে আসেন বারাকপুর আদালতে। তাঁদের যানবাহন রাখার তেমন কোনও ব্যবস্থা নেই। এছাড়়া মাদক সংক্রান্ত মামলা এখনও এই কোর্টে চালু হয়নি। অথচ এই শিল্পাঞ্চলে এই ধরনের মামলা লেগেই রয়েছে। এই মামলার জন্য আইনজীবীদের বারাসত কোর্টে দৌড়তে হয়। একইসঙ্গে পকসো মামলাও এই মহকুমা আদালতে হয় না। এজন্য এখনও এখানে বিচারক নিয়োগ হয়নি।
বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, এনডিপিএস এবং পকসো মামলা এই কোর্টে চালু করার জন্য আমরা বার বার দাবি জানিয়ে আসছি। এর আগে আমরা আন্দোলনে পর্যন্ত শামিল হয়েছিলাম। এবার আমরা ফের জোনাল জাজেদের কাছে বিষয়টি জানালাম। তাঁরা বলেছেন, নিয়োগ হলেই বিচারক পাঠিয়ে দেবেন। তাঁরা একদিন বারাকপুরেও আসবেন পরিদর্শনে। সিভিল জাজ সিনিয়র ডিভিশনও খুব শীঘ্রই নিয়োগ হবে। আশা রাখব, আইনজীবীদের স্বার্থে আমাদের সব দাবি পূরণ হবে। সিসি ক্যামেরাও বসানো হবে।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা