বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

লোন শোধে ১০ হাজার টাকা না দিয়ে অপমান! পিসিকে খুনে পুলিসের  জালে অভিযুক্ত ভাইপো
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাইপোর হাতেই পিসি খুন! তাও আবার মাত্র ১০ হাজার টাকার জন্য! বুধবার গল্ফগ্রিন থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে নাফিসা খাতুন রহস্য-খুনের তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্যই জানতে পেরেছেন কলকাতা পুলিস।  এই খুনের জড়িত থাকার অভিযোগে গল্ফগ্রিন থানা রাতেই হরিদেবপুর থেকে অভিযুক্ত ভাইপো সাবির আলিকে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।  
ভাইপোকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গল্ফগ্রিন থানার পুলিস জানতে পেরেছে, বাজারে তার ধার রয়েছে। এই ধার শোধের জন্য চাকরিরতা পিসি নাফিসার কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। বুধবার দুপুরে এই টাকা চাইতেই গল্ফগ্রিনের ফ্ল্যাটে গিয়েছিল। কিন্তু সেই টাকা পিসি দেয়নি। উল্টে অপমান করার পাশাপাশি সাবিরের মুখে নাকি ঘুষিও মেরে বসেন নাফিসা।  এতেই রাগে ক্ষিপ্ত হয়ে পিসিকে খুন করে সে। কলকাতা পুলিসের গোয়েন্দাদের এক সূত্র জানাচ্ছেন, টাকা ধার চাওয়া নিয়ে বচসা চলাকালে ক্ষিপ্ত ভাইপোর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি বের করে এনেছিলেন নাফিসা। কিন্তু ঝাঁপিয়ে পড়ে পিসির হাতে থাকা সেই ছুরি কেড়ে নিয়ে তা দিয়েই তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে সাবির। ছুরির কোপ গলায় লাগতেই মাটিতে পড়ে যান নাফিসা। তখনই তাঁর গলা টিপে শ্বাসরোধ সে খুন করেছে বলে তদন্তকারীদের কাছে সাবিরের  দাবি।  
বুধবার দুপুর থেকেই ক্রমাগত মোবাইল বেজে যাচ্ছিল নাফিসার। ফলে সকাল সাড়ে ন’টার পর চায়ের দোকান থেকে দিনভর  ফোনে মেয়ে নাফিসার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর মা। দুপুরের দিকে দোকান ছেড়ে একবার ফ্ল্যাটে ফিরলেও, মেয়েকে দেখতে পাননি। পরে সন্ধ্যা নাগাদ, ফের  ফ্ল্যাটে ফিরে দেখেন, একটি ‘কট’-এর নীচ থেকে চুঁইয়ে আসা রক্তের দাগ রয়েছে মেঝেতে। যা দেখেই গল্ফগ্রিন থানায় খবর দেন মা।  পুলিস এসে ‘কট’ সরাতেই নাফিসার নিথর দেহ বেরিয়ে আসে। এরপরই স্থানীয় থানার পাশাপাশি লালবাজারের হেমিসাইড শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নামেন। তদন্তে নেমে নাফিসার ফ্ল্যাট থেকে মোবাইলের সূত্র ধরেই হরিদেবপুর থানার পুলিস ঢালিপাড়া থেকে অভিযুক্ত ভাইপো বছর আটত্রিশের সাবির আলিকে আটক করে। সাবিরকে আলিপুর এদিন এসিজেএম আদালতে হাজির করানো হলে, আদালত ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্য সরকারি কৌঁসুলি সৌরীণ ঘোষাল। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা